সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও হার মানাবে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি, রইল তাঁর ছবি
শুধু কুছ কুছ হোতা হে না, এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছিল ছোট্ট সানা।

শাহরুখ খান তার ক্যারিয়ার জীবনে বহু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। শাহরুখ খান অভিনীত হিট ছবিগুলির মধ্যে অন্যতম হলো ’কুছ কুছ হোতা হে’ (Kuch Kuch Hota Hai)। শাহরুখ খানের বাদশা হয়ে ওঠার পেছনে এই ছবির অবদান প্রচুর। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে রানী মুখার্জী, কাজল, সালমান খান কে অভিনয় করতে দেখা যায়। এছাড়াও বেশ কিছু শিশু শিল্পীও ছিল এই সিনেমাটিতে। ’কুছ কুছ হোতা হে’ সিনেমায় শাহরুখ ও রানি মুখার্জির মেয়ে ‘অঞ্জলি’র চরিত্রে অভিনয় করেছিল একটি বাচ্চা মেয়ে। মনে আছে তাঁকে? জানেন কি তাঁর আসল নাম কি? সে কি করছে এখন?
আজ এত বছর পেরিয়ে যাওয়ার পরেও ‘কুছ কুছ হোতা হে’ সিনেমার জনপ্রিয়তা একটুও কমেনি। এই সিনেমার প্রতিটি দৃশ্য এখনো মানুষের মধ্যে গাথা। ছোট্ট অঞ্জলিকেও ভোলেনি দর্শক। তবে সেই ছোট্ট শিশু শিল্পী আর ছোট নেই, এখন সে অনেক বড় হয়ে গিয়েছে। তাঁর আসল নাম সানা সাঈদ (Sana Saeed)। সে এখন ৩৩ বছরের এক যুবতী নারী। শুধু কুছ কুছ হোতা হে না, এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছিল ছোট্ট সানা।
সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাকটিভ সানা। তাঁর হটনেস নজর কেড়েছে নেটিজেনদের। কুছ কুছ হোতা হে সিনেমা থেকে সানা যে জনপ্রিয়তা অর্জন করেছিল তা আজও অমলিন। শাহরুখ ও রানীর মেয়ে হিসেবে এখনো তার পরিচয়। ২০০ জন শিশু শিল্পী থেকে বাছাই করে তাকে অঞ্জলি চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। তখন সানার বয়স ৮-৯ বছর। অতটুকু বয়সেই সানা অত বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেন। যদিও একটা সময় পর আর সেভাবে বড় পর্দায় দেখা যায়নি সানাকে।
২০১২ সালে করণ জোহরের স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ছবিতে পুনরায় দেখা মেলে সানার। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেটাই ছিল তার প্রথম ছবি। এছাড়া সানা বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ নিয়েছিলেন। ঝলক দিখলা জা, নাচ বালিয়ে, ফিয়ার ফ্যাক্টর খাতরো কি খিলাড়ির মত জনপ্রিয় রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছিলেন সানা। এর পাশাপাশি মডেলিং দুনিয়াতেও রয়েছে তার বিশ্বজোড়া নাম।