Karishma Kapoor Daughter : সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে করিশ্মা কাপুরের মেয়ে, রইল তাঁর ছবি
করিশ্মা কাপুর (Karisma Kapoor) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন।

Karishma Kapoor Daughter : করিশ্মা কাপুর (Karisma Kapoor) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। বর্তমানে অবশ্য আর সেইভাবে পর্দায় তাঁর দেখা মেলে না। নব্বইয়ের দশকে ও তার পরের আরো কয়েক বছর তিনি একটানা চুটিয়ে কাজ করে গিয়েছেন। অভিনয় দক্ষতা ও চোখধাঁধানো সৌন্দর্য্যের মাধ্যমে তিনি খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।
১৯৯১ সালে করিশ্মা ‘প্রেম কয়েদি’ (Prem Qaidi) সিনেমার মাধ্যমে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা ‘জিগর’ (Jigar), ‘আনাড়ি’ (Anari), ‘রাজা বাবু’ (Raja Babu), ‘কুলি নং ১’ (Coolie No. 1), ‘সাজন চলে শশুরাল (Saajan Chale Sasural), ‘জিৎ’ (Jeet), ‘রাজা হিন্দুস্তানি (Raja Hindustani), ‘দিল তো পাগল হ্যায়’ (Dil To Pagal Hai) প্রভৃতি। তিনি আরো প্রচুর সিনেমায় কাজ করেছেন। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একাধিক অ্যাওয়ার্ড।
Karishma Kapoor Daughter :
বড়ো পর্দায় সেইভাবে কাজ না করলেও গত ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’-র (ALTBalaji) ওয়েব সিরিজ ‘মেন্টালহুড’-এর (Mentalhood) জন্য নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে, একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক ভাঙার পর করিশ্মা ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই দম্পতির এক মেয়ে সামাইরা কাপুর (Samaira Kapoor) ও এক ছেলে কিয়ান কাপুর রয়েছে।
Karishma Kapoor Daughter :
View this post on Instagram
২০১৬ সালে সঞ্জীবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ছেলে-মেয়েকে নিয়েই থাকেন করিশ্মা। অন্যান্য স্টারকিডদের মতোই সামাইরা-কিয়ানও বেশ পরিচিতি লাভ করেছে। বিশেষত সামাইরা ইতিমধ্যেই নিজের সৌন্দর্য্যের কারণে জনপ্রিয়তা লাভ করেছে। তিনি অন্যান্য স্টারকিড বা বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের সহজেই হারিয়ে দেবেন। সোশ্যাল মিডিয়ায় বা কোনো অনুষ্ঠানে তাঁর স্টাইলিশ, বোল্ড লুক ছবি সকলেই মুগ্ধ হয়ে থাকেন। তাঁর প্রতিটি স্টাইলিশ ছবি কম-বেশি ভাইরাল হয়ে থাকে।