×

সৌন্দর্যের নিরিখে নামি দামি টলিউড নায়িকাদেরও হার মানাবে দিব্যা ভারতীর বোন কাইনাত, দেখুন ছবি

কাইনাত অরোরা তিনি যদিও দিব্যা ভারতীর খুড়তুতো বোন। দিদির মতো কাইনাতও নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত।

বলিউড ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন অভিনেত্রী দিব্যা ভারতী (Dibya Bharti)। রূপেগুণে তিনি ছিলেন সম্পূর্ণা। নব্বই দশকে যে কয়েকটি সিনেমা করেছিলেন, সবেতেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তাঁর অভিনয় জগতের সফর শুরু হয়েছিল ১৯৯০ সালের ‘বব্বিলি রাজা’ নামক তেলেগু সিনেমার হাত ধরে। তিনি হিন্দি সিনেমায় অভিনয় শুরু করেন ১৯৯২ সালে ‘বিশ্বআত্মা’ সিনেমায় অভিনয় করার মাধ্যমে। যদিও তিনি জনপ্রিয়তা পান ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘শোলা আউর শবনম’ ও ‘দিওয়ানা’ সিনেমার দৌলতে। তিনি এজন্য ‘ফিল্ম ফেয়ার’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ নবাগত হিসাবে পুরস্কারও পেয়েছিলেন। তিনি সারা জীবনে মোট ১৪টির মতো সিনেমায় অভিনয় কয়েছিলেন।

যদিও সেই সফল কর্মজীবন, বলিউডের জাঁকজমক ও জীবনের নতুন অভিজ্ঞতার স্বাদ তিনি বেশি দিন উপভোগ করতে পারেননি। মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রয়াত হন। ১৯৯৩ সালের ৫ই এপ্রিল তারিখে তিনি মুম্বাইয়ের ভারসোভার পাঁচতলা অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মারা যান।

অনেক হল দিব্যার কর্মজীবনের কথা, এবার তাঁর ব্যক্তিগত জীবনে একটু উঁকি মেরে নেওয়া যাক। দিব্যা ভারতীয় বাবার নাম ওম প্রকাশ ভারতী ও মায়ের নাম মীতা ভারতী। দিব্যা ভারতীর বাবা মোট দুটি বিয়ে করেছিলেন। দুই পক্ষের মিলিয়ে দিব্যা ভারতীয় দুই ভাই ও এক বোন আছে। আপনি কি জানেন? দিব্যা ভারতীর মতো তাঁর বোনও বলিউড ইন্ডাস্ট্রির অংশ। তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তাঁর নাম কী জানেন?

তাঁর নাম হল কাইনাত অরোরা (Kainat Arora)। তিনি যদিও দিব্যা ভারতীর খুড়তুতো বোন। দিদির মতো কাইনাতও নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত। অনেকেই তাঁর সৌন্দর্য তাঁর দিদির সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন। দক্ষিণী সিনেমা, পাঞ্জাবি সিনেমা সহ বলিউডের একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১০ সালে ‘খট্টামিঠা’ (Khatta Mitha) সিনেমার হাত ধরে তিনি অভিনয় জগতের যাত্রা শুরু করেন।

তাঁর অভিনীত সিনেমার তালিকায় ‘মনকাঠা’ (Mankatha), ‘গ্র্যান্ড মস্তি’ (Grand Masti), ‘লায়লা ও লায়লা’ (Laila O Laila), ‘সিক্রেট’ (Secret), ‘এস্কেপ’ (Escape), ‘ফরার’ (Farrar), ‘খাল্লিবাল্লি’ (Khalli Balli), ‘ইস্ক পশমিনা’ (Ishq Pashmina), ‘তেরি ভাবী হ্যা পাগলে’ (Teri Bhabhi Hya Pagle) ত্রিশনাগি’ (Trishnagi), ‘কিটি পার্টি’ (Kitty Party), ‘জাগ্গু জিউন্দা এ’ (Jaggu Jiunda E) প্রভৃতি রয়েছে। ‘ইস্ক পশমিনা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রশংসা কুড়িয়েছেন দর্শকদের কাছে। সৌন্দর্যে প্রশ্ন না তুললেও অনেকেই কাইনাতের অভিনয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই দাবি করেছেন, কাইনাত দিদির মতো দক্ষ অভিনেত্রী হয়ে উঠতে পারেননি।

Related Articles