রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও হার মানাবে ড্যানি ডেনজংপা মেয়ে, দেখুন ছবি
ভারতীয় চলচ্চিত্র জগতে এক জনপ্রিয় মুখ ড্যানি ডেনজংপা।

ভারতীয় চলচ্চিত্র জগতে এক জনপ্রিয় মুখ ড্যানি ডেনজংপা (Danny Denzongpa)। তিনি একাধিক হিন্দি সিনেমার খলনায়কের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে স্থান অধিকার করে রেখেছেন। বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করার দরুণ একসময় তাঁর জনপ্রিয়তাও তুঙ্গে ছিল। বলিউড সিনেমায় অভিনয় করা ছাড়াও বাংলা, তামিল ও তেলেগু ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা।
নেপালী ও ভুটিয়া বংশোদ্ভূত এই অভিনেতা ভারতের সিকিমে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর প্রকৃত নাম শেরিং ফিন্টশো ডেনজংপা। জীবনে পড়াশোনার পর্ব শেষ করার পরে ভারতীয় সেনায় যোগদান করেন এবং পশ্চিমবঙ্গ থেকে সেরা ক্যাডেট পুরস্কার পান। পরবর্তীকালে সহপাঠী জয়া ভাদুড়ি তথা অমিতাভ পত্নী জয়া বচ্চনের পরামর্শে নিজের নাম পরিবর্তন করে লোকমহলে ‘ড্যানি’ নামে পরিচিত হয়ে ওঠেন। ১৯৭১ সালে ‘জরুরত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগতের সফর শুরু করেন।
অনেক হল ড্যানির কর্মজীবনের কথা। চলুন ড্যানির ব্যক্তিগত জীবনেও একটু উঁকি মেরে নেওয়া যাক। তিনি স্ত্রী গাওয়া ডেনজংপা এবং এক পুত্র সন্তান ও কন্যা সন্তানের সঙ্গে সুখের সংসারে ব্যস্ত। তাঁর পুত্রের নাম রিনজিং ডেনজংপা এবং কন্যার নাম পেমা ডেনজংপা। রিনজিং ইতিমধ্যে ২০২১ সালে অ্যাকশন প্যাক সিনেমা ‘স্কোয়াড’ (Squad)-তে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন।
অপরদিকে, পেমাও বেশ বড়ো হয়ে গেছেন। ড্যানি কন্যা বেশ সুন্দরী দেখতে হয়েছেন। সৌন্দর্যের নিরিখে তিনি উঠতি অভিনেত্রীদেরও টেক্কা দিতে পারেন। দাবি করা হয়, ড্যানির কন্যা পেমার বর্তমান বয়স ২৮ বছর। জানা গেছে, তিনি তাঁর বাবা ও ভাইয়ের মতো অভিনয় জগতের অংশ হতে চাননি। তিনি মূলত একজন উদ্যোক্তা (Entrepreneur)। তিনি ‘য়ুকসাম ব্রেওয়ারিজ’ (Yuksom Breweries) নামক সংস্থার ডাইরেক্টর। উল্লেখ্য, এটি সিকিমে অবস্থিত একটি ব্রেওয়ারি। এখানে বিয়ার (Beer) তৈরি করা হয়।