সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও হার মানাবে ‘কপিল শর্মা শো’ খ্যাত মাসুর গুলাটির স্ত্রী, রইল তাঁর ছবি
প্রেম করেই বিয়ে হয়, সুনীল এবং আরতির। আরতি সোশ্যাল মিডিয়াতেও এক্টিভ নন। সুনীলের সঙ্গে বিভিন্ন ইভেন্টে এলে তাঁকে দেখতে পাওয়া যায়।

কপিল শর্মা (Kapil Sharma) নামটির সঙ্গে বোধহয় শুধু দেশই নয়, গোটা বিশ্বও পরিচিত। ভারতের একজন বিখ্যাত কৌতুক অভিনেতা তিনি। তাঁর কথার যাদুতে লাখ লাখ মানুষের মুখে হাসি চলে আসে এবং তাঁর এই প্রতিভার দরুন মানুষ মন খুলে হাসতে শেখে।
তবে কপিল একজন কৌতুক অভিনেতা ছাড়াও, তিনি একজন অভিনেতা, অ্যাঙ্কর এবং ভাল গায়কও। তাঁর সঞ্চালিত বিখ্যাত কমেডি শো, কমেডি নাইটস উইথ কপিল (The comedy with kapill এবং দ্য কপিল শর্মা (The Kapil Sharma Show) শোটি দেশ-বিদেশ সবার কাছেই একটি পপুলার শো।
এই চিন্তাভরা পৃথিবীতে হাসি দিয়েও বাজিমাত করা যায়, তারই হয়তো একটি সেরা উদাহরণ কপিল। তবে ভুললে চলবে না যে, কপিল শর্মার অন্যতম প্রধান অংশ হল, ড. গুলাটি। যার অবদান অনস্বীকার্য। তাঁর কৌতুক বাণী, হাসানোর কায়দা সবটাই মুগ্ধ করে দর্শকদের। ডঃ গুলাটির আসল নাম সুনীল গ্রোভার (Sunil Grover)। কপিল শর্মার পাশাপাশি তিনি একাধিক ধারাবাহিক, চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেখানেও তাঁর কৌতুক অভিনয় মুগ্ধ করে সকলকে। তবে আজ সুনীল নয়, তাঁর স্ত্রী আরতি গ্রোভার (Aarti Grover) আমাদের আলোচ্য বিষয়।
যিনি সৌন্দর্যের দিক থেকে তাবড় তাবড় অভিনেত্রীদেরও হার মানাতে সক্ষম। আরতি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। নিজের কাজ নিয়েই সবসময় ব্যস্ত তিনি। প্রেম করেই বিয়ে হয়, সুনীল এবং আরতির। আরতি সোশ্যাল মিডিয়াতেও এক্টিভ নন। সুনীলের সঙ্গে বিভিন্ন ইভেন্টে এলে তাঁকে দেখতে পাওয়া যায়। তাঁর রূপে মুগ্ধ গোটা দেশ। তাঁদের একটি ছেলে আছে যার নাম মোহন। নিজের কাজ ও পরিবার একইভাবে সামলান আরতি। ১৯৯৮ সালে ‘পেয়ার তো হোনা হি থা’ সিনেমার মধ্যে দিয়ে অভিনয়ে পা রাখেন সুনীল।