×

জিৎ-কোয়েলের ‘বন্ধন’ সিনেমার শিশুশিল্পী আজ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, রইল তাঁর ছবি

শিশুশিল্পী হিসেবে প্রথমে বন্ধন, এরপর মিঠুন চক্রবর্তীর সঙ্গে 'অভিমন্যু' চলচ্চিত্রে 'রিমি' চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা।

বর্তমানে টলিউডের সুপারস্টার জিত, আর সুপারস্টার অভিনেত্রী অভিনেত্রী কোয়েল মল্লিক। বাংলায় তাঁদের জুটির অভিনীত সবকটি ছবি এখনও মানুষের মনে গাঁথা। এই জুটির একটি পপুলার ছবি ছিল, ‘বন্ধন’ যা ২০০৫ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমার সংলাপ থেকে শুরু করে সব কলাকুশলীদের অভিনয় এবং জিত-কোয়েলের রোমান্স আজও দর্শকদের মনে তাজা। যদিও শুধু বন্ধন নয়, জিৎ-কোয়েল একসঙ্গে জুটি বেঁধে প্রচুর বাংলা সিনেমা আমাদের উপহার দিয়েছেন। তবে আজ আমাদের আলোচ্য বিষয়, জিত-কোয়েল নয়। আজ আমরা কথা বলব বন্ধন সিনেমার তিনটি শিশুশিল্পীদের মধ্যে একজনকে নিয়ে। ছবিটির মূল গল্প একটি যৌথ পরিবার নিয়ে ছিল, সেখানে প্রত্যেকেই খুব সুন্দর অভিনয় করেছিলেন।

এই ছবিতে একটি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। বন্ধন ছবি থেকেই তাঁর অভিনয়ের শুরু। তখন থেকেই টলিউডে তাঁর রাজত্ব শুরু। শিশুশিল্পী হিসেবে প্রথমে বন্ধন, এরপর মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘অভিমন্যু’ চলচ্চিত্রে ‘রিমি’ চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। তবে ঐন্দ্রিলা টেলি ধারাবাহিকেই বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন।

তাঁর অভিনীত একটি জনপ্রিয় মেগা-ধারাবাহিক ছিল ‘ফাগুন বউ’, যেখানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রম চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে। যেখানে তাঁদের সঙ্গে অভিনয় করেছিলেন, কৌশিক রায়, বিদীপ্তা চক্রবর্তী, লাবনী সরকার, ভারত কৌল, রাজশ্রী ভৌমিক এবং আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীরা। তবে এই জুটির জনপ্রিয়তা হয়েছিল’ সাত পাকে বাঁধা’ (২০১৩)
ধারাবাহিকের মাধ্যমে। তখন থেকেই ঐন্দ্রিলার টেলিযাত্রা শুরু হয়, যেটি সেই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

তবে ঐন্দ্রিলার আরও একটি পরিচয় হল, টলিউডের সুপারস্টার অঙ্কুশ হাজরার হবু বউ। প্রায় ১০ বছরের প্রেম অঙ্কুশ-ঐন্দ্রিলার। টলিপাড়ার এই বিখ্যাত জুটির প্রেম বরাবরই চোখ আরাম দেয় সকলের। খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা, মোটামুটি নিশ্চিত। তবে অঙ্কুশ বড় পর্দার অভিনেতা হলেও ঐন্দ্রিলা কিন্তু ছোট্টপর্দা থেকেই তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। যদিও এখন টেলিভিশন ছেড়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে দুষ্টুমিষ্টি অভিনেত্রী ঐন্দ্রিলার। এই মুহূর্তে বড় পর্দা কাঁপাচ্ছেন তিনি। অঙ্কুশের হাত ধরেই ‘ম্যাজিক’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঐন্দ্রিলার।

Related Articles