অল্প কয়েক দিনেই দর্শকদের মন জয় করে ফেলেছে রূপা, জানুন ‘অনুরাগের ছোঁয়া’র খুদে শিল্পীর আসল পরিচয়
'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa) স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকসমূহের মধ্যে অন্যতম।

‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকসমূহের মধ্যে অন্যতম। এই ধারাবাহিক সম্প্রচার শুরু হওয়ার পর থেকে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিল। ধারাবাহিকের চিত্রনাট্য প্রথমদিকেই বেশ ব্যতিক্রমী হওয়ার কারণে সকলের নজর কেড়ে নিয়েছিল। এখনও অবধি বেশ কয়েক মাস পার হয়ে যাওয়ার পরেও যেখানে অন্যান্য ধারাবাহিকের চিত্রনাট্যে একঘেয়েমি চলে এসেছে, এই ধারাবাহিকে তেমন কিছুই হয়নি।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক সাপ্তাহিক টিআরপি তালিকায় বরাবর ভালো ফলাফল করে এসেছে। এই ধারাবাহিক একাধিকবার একটানা প্রথম স্থান অর্জন করে নিয়েছে। বর্তমানেও ধারাবাহিককে কেন্দ্র করে টানটান উত্তেজনা বজায় রয়েছে। জনপ্রিয় এই ধারাবাহিকে পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি আছে একঝাঁক নতুন মুখ।
জনপ্রিয় এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta), তাঁর বিপরীতে রয়েছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। ধারাবাহিকের অন্যান্য পার্শ্ব চরিত্রের ভূমিকায় যাঁরা আছেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন দর্শকদের নজর কেড়েছেন। এই ধারাবাহিকের এমনই এক উল্লেখযোগ্য চরিত্র ‘রূপা’, এই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী সৃষ্টি মজুমদার (Sristi Majumder)।
সূর্য-দীপার মেয়ে রূপার ভূমিকায় ছোট্ট সৃষ্টির দক্ষ অভিনয়, ডায়লগ বলার ভঙ্গিমা, মুখের এক্সপ্রেশন দর্শকমহলে প্রথম থেকেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। হাওড়ার মেয়ে সৃষ্টি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পূর্বে সান বাংলার ‘সুন্দরী’ ধারাবাহিকে কাজ করেছেন। অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করার আগে থেকেই সৃষ্টি মডেলিংয়ের মাধ্যমে বেশ পরিচিত মুখ। তিনি অনলাইন শপিং সাইট ‘মিশো-র (Meesho) কিডস স্টোরের এক নিয়মিত মডেল। সব মিলিয়ে খুদে সৃষ্টি এখন থেকেই নিজস্ব পরিচিতি গড়ে নিয়েছেন।