×

বদলে গেছে পুরো চেহারা, এখন কেমন দেখতে ‘আশিকি গার্ল’ অনু অগরওয়াল, দেখুন তাঁর লেটেস্ট ছবি

'অনু আগারওয়াল' (Anu Agarwal)। যিনি একসময় বলিউডের 'আশিকি গার্ল' নামে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

বলিউড মানেই বিভিন্ন রকম তারকাদের ছড়াছড়ি। প্রায় প্রতিনিয়তই লাইম লাইটের এই দুনিয়ায় তারকাদের আনাগোনা লেগেই রয়েছে। আর এই জাঁকজমকপূর্ণ দুনিয়ায় পা রেখে এখান থেকে হারিয়ে যাওয়া তারকাদের সংখ্যাটাও খুব একটা কম নয়। বলিউড ইন্ডাস্ট্রিতে এখন তারকাদের সংখ্যা এতটা পরিমাণ বেশি যারা প্রথমদিকে ভালো কাজ করলেও পরে তারা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি ভাবে হারিয়ে গিয়েছেন। এমন বহু তারকা রয়েছে যাদের মানুষ চিনলেও বর্তমানে তাঁদের খবর আর জানেন না। কিভাবে কাটছে তাঁদের জীবন এমনকি তারা আদৌ বেঁচে আছেন কিনা এ সম্পর্কে কারোরই সেরকম মাথাব্যথা নেই।

এই সমস্ত তারকাদের তালিকায় থাকা অন্যতম একজন বলি তারকা হলেন ‘অনু আগারওয়াল’ (Anu Agarwal)। যিনি একসময় বলিউডের ‘আশিকি গার্ল’ নামে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এক সময় যার অটোগ্রাফ পাওয়ার জন্য তাঁর অগণিত ভাগ্যের দল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো। কিন্তু বর্তমানে তাঁর খবর আর কেউই রাখেন না। একসময় তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘আশিকী’ (Aashiqui) ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করলেও হঠাৎ করেই তিনি সরে যান ইন্ডাস্ট্রি থেকে।

কিন্তু ইন্ডাস্ট্রিতে এত প্রতিপত্তি থেকেও হঠাৎ কি হয়েছিল তাঁর? কেন তিনি দূরত্ব তৈরি করে নিয়েছিলেন নিজের অভিনয় কেরিয়ার থেকে? মাত্র ২১ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী অনু আগারওয়াল। তিনি যখন এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন তখন অনেকেই মনে করেছিলেন যে ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ার হবে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। কিন্তু তাঁর ভাগ্য শেষমেষ সাথ ছেড়ে দেয় তাঁর। অত্যন্ত মর্মান্তিক এক ঘটনার শিকার হন ‘আশিকী’ খ্যাত এই অভিনেত্রী।

জানা যায় ১৯৯৯ সালে একটি গুরুতর দুর্ঘটনার শিকার হন তিনি। এই দুর্ঘটনায় তিনি গভীরভাবে আহত হন। তিনি এই দুর্ঘটনায় এতটা পরিমাণে আহত হয়েছিলেন যে শেষমেষ কোমায় চলে যেতে হয় তাঁকে। টানা ২৯ দিন আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেত্রী। তবে কিছুদিন পরেই সমস্ত শারীরিক অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে জ্ঞান ফিরলেও সম্পূর্ণভাবে স্মৃতিশক্তি লোপ পায় তাঁর। দীর্ঘ চার বছর ধরে চিকিৎসা চলার পর অবশেষে সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে এই দুর্ঘটনা সম্পূর্ণভাবে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর আর কোনদিন বলিউডে কামব্যাক করতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে সোশ্যাল মিডিয়ার দরুন বর্তমানে তিনি ব্যাপক জনপ্রিয় নেটিজেনদের কাছে। অভিনয় জগত থেকে দূরত্ব তৈরি করলেও বর্তমানে তিনি পেশা হিসেবে বেঁছে নিয়েছেন শিক্ষকতাকে। বর্তমানে তিনি গরীব ও দুস্থ বাচ্চাদের হয়ে কাজ করেন ও তাঁদের বিপদে তাঁদের পাশে দাঁড়াবার চেষ্টা করেন।

Related Articles