সিরিয়াল অভিনেত্রী থেকে সোজা দেবের নায়িকা, রাতারাতি নিজেকে পাল্টে ফেললেন শ্বেতা
দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'প্রজাপতি' ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন শ্বেতা।

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)। তবে এখন শুধু আর ছোটপর্দা নয়, বড় পর্দার অভিনেত্রী হিসেবেও তিনি পরিচিতি লাভ করেছেন। গত বছর ডিসেম্বরে বড় পর্দায় দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছে। এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন শ্বেতা। বক্স অফিসে সুপার ব্লকবাস্টার হিট হয়েছে এই সিনেমাটি। এই সিনেমার হাত ধরে রেকর্ড ইনকাম হয়েছে বাংলা সিনেমার। ‘প্রজাপতি’র সাকসেসের পর সারা সারা ভারতবর্ষ জুড়ে পরিচিতি লাভ করেছেন শ্বেতা ভট্টাচার্য।
স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে ‘সিঁদুর খেলা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পদার্পণ ঘটে শ্বেতার। এরপর একে একে বহু ধারাবাহিকে কাজ করেছেন তিনি। এমনকি বলিউডেও একটি ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য। যদিও জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের মাধ্যমে বাংলার মানুষের কাছে অধিক পরিচিতি লাভ করেছেন শ্বেতা। যমুনাকে থাকি ধারাবাহিক এ কাজ করার পর থেকে শ্বেতা বাংলার মানুষের কাছে ‘যমুনা ঢাকি’ হিসেবেই পরিচিত হয়েছে। গত বছরই শেষ হয়েছে জি বাংলা এই সিরিয়ালটি। শ্বেতার হাতে রয়েছে একের পর এক কাজ। এই মুহূর্তে ‘সোহাগ জল’ ধারাবাহিকে জুঁইয়ের চরিত্রে অভিনয় করছেন শ্বেতা।
অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন শ্বেতা ভট্টাচার্য। জীবনের প্রথম সিনেমাতে দেব, মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করের (Mamta Shankar) মতো অভিনেতাদের সাথে অভিনয় করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত শ্বেতা সেটা তিনি বহুবার বলেছেন। কিন্তু সব ভালোর পেছনে একটি খারাপ দিক থাকে। সেই অনুযায়ী সবকিছু ভালো চললেও সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
এর আগে অনেক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েও শ্বেতা অভিনয় করেননি তার কারণ তিনি নাকি পোশাক আশাক নিয়ে খুবই সচ্ছল। শর্ট, স্লিভলেস ড্রেস তিনি নাকি একেবারেই পড়তে পারেন না। কিন্তু সম্প্রতি সেই শ্বেতাকেই দেখা গেল হাঁটু পর্যন্ত ওয়ান পিস ড্রেস পড়তে। ‘প্রজাপতি’র ব্যাপক সফলতায় দেব এবং মিঠুন চক্রবর্তী একটি পার্টি অ্যারেঞ্জ করেছিলেন। সেই পার্টিতেই অমন শর্ট ড্রেস পরে হাজির হয়েছিলেন শ্বেতা ভট্টাচার্য। এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড হতে ভাইরাল হয়ে যায় এবং সমালোচকদের তীব্র সমালোচনা শুরু হয়ে যায় এর সাথে। দেবের সাথে অভিনয় করার পরেই কি এমন ভোল বদল হয়েছে শ্বেতার? এরকম হাজার একটা প্রশ্ন এখন সমালোচকদের মুখে। যদিও শ্বেতা এসমস্ত সমালোচনায় কোনো পাত্তা দেননি এখনো।