×

সৌন্দর্যের নিরিখে টলিউড নায়িকাদেরও হার মানাবে প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা, রইল তাঁর ছবি

১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতাকে (Aparna Thakurta) বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ৯০ দশকের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। যদিও এই অভিনেতা এখনো এখনকার নায়কদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন। বর্তমানে তিনিই এখন স্বয়ং ইন্ডাস্ট্রি। অনেকেই হয়তো জানেন না এই নায়কের জীবনে রয়েছে অনেক ওঠাপড়া। প্রসেনজিতের প্রথম ভালবাসা ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। ছোটবেলা থেকেই বন্ধুত্ব তাঁদের দুজনের। সেই বন্ধুত্ব এক সময় বিয়েতে পরিণতি পায়। তবে দেবশ্রী ও প্রসেনজিতের বিবাহিত জীবন খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি। তাই এই সম্পর্কের বিচ্ছেদ ঘটে।

দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর টানা দু’বছর ঘর বন্দী ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। এরপর দেবশ্রীকে ভুলতে অপর্ণার হাত ধরে এই অভিনেতা। ১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতাকে (Aparna Thakurta) বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই দাম্পত্যও খুব বেশিদিন টেকেনি। বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই প্রসেনজিৎ ও অপর্ণার বৈবাহিক জীবনে ভাঙ্গন ধরে। ইন্ডাস্ট্রির সাথে কোনো রকম যোগ সূত্র ছিল না অপর্ণার। শুধুমাত্র প্রসেনজিৎ কে ভালোবেসে তাঁর হাত ধরেন অপর্না। অভিনেত্রী না হলেও নায়িকাদের তুলনায় কোনো অংশে কম সুন্দরী ছিলেন না অপর্ণা।

কেনো প্রসেনজিৎ ও অপর্ণার সম্পর্ক ভেঙে যায়? এর কারণ হিসেবে জানা যায় যে, অন্যান্য অভিনেত্রীদের সাথে প্রসেনজিতের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছিলেন না অপর্ণা। পরকীয়ার অভিযোগে তাই প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন অপর্ণা। অনেকেই হয়তো জানেন না প্রসেনজিৎ ও অপর্ণার ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। সেই মেয়ের নাম প্রেরণা। রূপে যে কোনো অভিনেত্রীকে টেক্কা দিতে পারে প্রসেনজিতের মেয়ে। অভিনেত্রী নয়, পেশায় প্রেরণা আইনজীবী। প্রসেনজিতের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন অপর্না। এখন নিজের ইচ্ছে মতো জীবন কাটাচ্ছে সে। ঘুরতে ভালোবাসেন অপর্ণা।

এখনো বয়সের ছাপ পড়েনি অপর্ণার মুখে। এখনো আগের মতোই সুন্দরী রয়েছে অপর্ণা। বিয়ে ভাঙ্গার পর একাই মেয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। প্রসেনজিতের সাথে যোগাযোগ নেই অপর্ণা এবং তাঁর মেয়ে প্রেরণার। দু-বছর আগে কলকাতায় এসেছিলেন অপর্ণা ও প্রেরণা। সেই সময় পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর সঙ্গে দেখা করেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ছবি ফুটে উঠেছিল।

প্রসেনজিৎ-এর মেয়ের কথা উঠলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ চ্যাটার্জি জানান, মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। তবে সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। কাছে পেলে একবার মেয়েকে জড়িয়ে ধরতে চান প্রসেনজিৎ চ্যাটার্জী। অপর্ণা সঙ্গে ডিভোর্সের পরই অর্পিতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। অর্পিতা ও প্রসেনজিতের ঘরে তাঁদের পুত্র সন্তান রয়েছে। অর্পিতা ও প্রসেনজিতের ছেলের নাম তৃষাণজিৎ। প্রায় দু-দশক ধরে অর্পিতার সঙ্গে চুটিয়ে ঘর-সংসার করছেন প্রসেনজিৎ চ্যাটার্জী।

Related Articles