‘আমি এখনও বেঁচে আছি’, অবশেষে মুখ খুললেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী
আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi) ভারতীয় বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র।

আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi) ভারতীয় বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধিক ভাষার সিনেমায় উল্লেখযোগ্য কাজ করেছেন। দর্শকমহলে বর্ষীয়ান এই অভিনেতা বহু সময় ধরেই ভীষণ জনপ্রিয়। অন্য ধারার কাজ ও দক্ষ অভিনয়ের জন্য তিনি পরিচিত। হিন্দি, বাংলা, তেলেগুসহ তিনি মোট ১১টি ভিন্ন ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন।
সম্প্রতি আশিষ বিদ্যার্থী মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের, খোলাখুলি ও স্পষ্টভাবে এক সাক্ষাৎকারে তিনি নিজের কথা তুলে ধরেছেন। কেরিয়ারের প্রথমদিকে তিনি যে কোনো চরিত্রে অভিনয় করার জন্য রাজি হয়ে যেতেন, তবে এখন চিত্র বদলে গিয়েছে। তিনি জানিয়েছেন, “গত কয়েক বছর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে ধরনের কাজ করতে পছন্দ করি তাই করব। আমি এখন কিছু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক, যে ধরনের ভূমিকা আমি আগে করিনি।”
কাস্টিং ডিরেক্টদের উদ্দেশ্যে মজার ছলে খানিক খোঁচা দিয়েছেন অভিনেতা। তিনি বলেছেন, “আমি এখনও বেঁচে আছি। আমার মৃত্যুর জন্য অপেক্ষা করো না। পরে বলবেন না যে এই অভিনেতাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি।” পাশাপাশি, গত বছরের ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “গত বছর, খুব বেশি ছবি ভালো হয়নি। কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে খারাপ ছবি বানায় না। কিছু জিনিস কাজ করে না। এমন লোক আছে যারা ফিল্ম বিশেষজ্ঞ। আমি তাদের একজন নই। আমরা খেলোয়াড়। ৩২ বছরের কেরিয়ারে ১১ টি ভাষায় ২৪০ টি ছবি করেছি।”
সম্প্রতি ভারতবর্ষে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক দারুণ দারুণ কাজ হয়ে চলেছে। বহু প্রতিভা এইভাবে নিজেদের জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন। এই বিনয়ে আশিষ বিদ্যার্থীর মত, “ওটিটির প্রতি আমি কৃতজ্ঞ। এমন অনেক পরিচালক, লেখক, ক্যামেরাম্যান, প্রযোজক ও অভিনেতা আছেন যারা মানসম্পন্ন কাজ পাচ্ছিলেন না। তারা এখন তাদের বিস্ময়কর কাজ দেখাতে সক্ষম। আমি এই পরিবর্তন ভালোবাসি।”