কাজল রাঘভানির হট মুভে নিয়ন্ত্রণ হারালেন ভোজপুরি সুপারস্টার খেসারি, ভাইরাল ভিডিও
খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও কাজল রাঘভানী (Kajal Raghwani)। ভিডিও প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

ধীরে ধীরে ভোজপুরী সিনেমার জনপ্রিয়তা বাড়ছে। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু ভাষার সিনেমা ছাড়াও ভোজপুরী সিনেমা মানুষ দেখতে শুরু করছে। একইসঙ্গে আজকাল বিয়ে বাড়িতে বা পিকনিকে শোনা যাচ্ছে ভোজপুরী গানও। বর্তমানে অনেকেরই পছন্দের গান হয়ে উঠেছে ভোজপুরী গান। ফলস্বরূপ, ভোজপুরী ইন্ডাস্ট্রির কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় এলেই তা নিমেষে ভাইরাল হতে দেখা যাচ্ছে।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ভোজপুরী ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় মুখকে একসঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছে। ভিডিওটিতে একই ফ্রেমে ধরা পড়েছেন ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও কাজল রাঘভানী (Kajal Raghwani)। ভিডিও প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটিতে দুজনের নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘যোশী ফিল্মস’ (Yashi Films) নামক একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ভিডিওটিতে কাজল রাঘভানীকে কখনও কালো রঙের, কখনও নীল রঙের আবার কখনও লাল রঙের ব্লাউজ ও ধুতি স্টাইলের শাড়ি পরিহিত অবস্থায় খেসারি লাল যাদবের সঙ্গে নাচতে দেখা যায়। এই ভিডিওতে খেসারি লাল যাদবকে কখনও শার্ট প্যান্ট পরিহিত অবস্থায় ক্যাজুয়াল লুকে দেখা যায়। আবার কখনও পর্যায়ক্রমে সাদা ও কালো রঙের টিশার্ট, প্যান্ট ও কোমরে বেল্ট পরিহিত অবস্থায় কাজলের সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা যায়।
ভিডিওটি নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেনে নেটিজেনরা। কেউ ‘সুন্দর’ বলেছেন, তো কেউ ওয়ান্ডারফুল। এক নেটিজেন আবার খেসারির প্রশংসা করে বলেছেন, “খেসারি ভাই আসল হিরো”। ইতিমধ্যে ১.৯ কোটি ভিউ পেয়ে গেছে ভিডিওটি এবং প্রায় ৬৭ হাজার মানুষ ভিডিওটিকে লাইক করেছেন।