Anurager Chowa : রাগের মাথায় মিশকাকে গুলি করে মেরে ফেলবে দীপা! ‘অনুরাগের ছোঁয়া’র অন্তিম পর্বের কাহিনী ফাঁস
'অনুরাগের ছোঁয়া' স্টার জলসার (Star Jalsa) এক জনপ্রিয় ধারাবাহিক।

Anurager chowa : ‘অনুরাগের ছোঁয়া’ স্টার জলসার (Star Jalsa) এক জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের জনপ্রিয়তা বর্তমানে এতটাই বেড়েছে যে, এটি টিআরপি তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গেছে। মিঠাই (Mithai), জগদ্ধাত্রী (Jagadhatri), নিম ফলের মধু (Nim Foler Modhu) সবাইকে পিছনে ফেলে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)।
Anurager Chowa :
ধারাবাহিকটি শুরু হয়েছিল তামিল ধারাবাহিক ‘কার্তিকা দীপাম’ (Karthika Deepam) ধারাবাহিকের অনুকরণে। ধারাবাহিকের মুখ্য চরিত্র সূর্য ও দীপাকে কেন্দ্র করে ধারাবাহিকের কাহিনী আবর্তিত। ধারাবাহিকটি দুই মুখ্য চরিত্রের প্রেমকাহিনীকে কেন্দ্র করে শুরু হলেও একসময় তা বৌমা ও শাশুড়ির মিষ্টি সম্পর্ককেও তুলে ধরে। খলনায়িকা মিশকা এই ধারাবাহিকের কাহিনীতে প্রবেশ করার পর থেকে ধারাবাহিকে নিত্য নতুন টুইস্ট দেখা যেতে শুরু করে।
আরও পড়ুন : সূর্যর সামনে মিশকার মুখোশ খুলে দিল শিবানী! জমজমাট ট্যুইস্ট অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে
মিশকা সূর্যকে ভালোবাসার পর থেকেই সূর্যকে পাওয়ার ইচ্ছে প্রকাশ করে। এই মর্মে মিশকা সূর্য ও দীপার মাঝে বিভিন্ন ধরণের বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করলে দুই মুখ্য চরিত্র একে অপরের থেকে দূরে যেতে শুরু করে। এরপরেও একের পর এক টুইস্ট অব্যাহত থাকতে দেখা যায় ধারাবাহিকের কাহিনীতে। বর্তমানে এইসবটাই দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে, তা ধারাবাহিকটিকে টিআরপি তালিকার শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে।
Anurager Chowa Tamil Version Video :
এইসবের মাঝেই শোনা যাচ্ছে ধামকাদার মোড় নিতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’-এর তামিল ভাষার ধারাবাহিকটি। টিভিতে ধারাবাহিকের শেষ ঝলকে দেখতে পাওয়া যায় যে, ‘কার্তিকা দীপাম’-এর দীপা মিশকাকে গুলি করে। যা দেখে মোটেই খুশি নন ‘অনুরাগের ছোঁয়া’-এর দর্শকরা। কারণ, তাঁরা বরাবরই চান যে, মিশকার সমস্ত ষড়যন্ত্র যেন ফাঁস হয়ে যাক ও দীপা দুই সন্তান সোনা ও রূপাকে নিয়ে সূর্যর সঙ্গে সুখের সংসার করুক। এই অবস্থায় দর্শকদের দাবি, ‘কার্তিকা দীপাম’-এর মতো মিশকার পরিণতি যেন ‘অনুরাগের ছোঁয়া’য় না দেখানো হয়। বরং অন্য গল্পের মোড়কে সূর্য ও দীপাকে একসঙ্গে দেখার দাবি জানিয়েছেন দর্শকরা।