×

বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর, অভাবে ভুগছে গোটা সংসার

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নেটদুনিয়ার এক পরিচিত মুখ।

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নেটদুনিয়ার এক পরিচিত মুখ। তিনি নিজেই গান বানিয়ে সেই গান রাস্তায় ঘুরে ঘুরে গেয়ে বাদাম বিক্রি করতেন। স্বাভাবিকভাবেই এই দৃশ্য সকলের নজর কাড়ে। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের প্রত্যন্ত এক গ্রাম লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা ভুবনের গান গাওয়ার ভিডিও পথচলতি কোনো মানুষ অথবা কোনো ক্রেতা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তারপরের ঘটনা আর কারোরই অজানা নয়।

খুব কম সময়ের মধ্যেই ভুবনের গানের ভিডিও নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। গানটি পরিচিতি লাভ করে ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) নামে। মানুষের মুখে মুখে ঘুরতে থাকে ভুবনের গাওয়া ‘কাঁচা বাদাম’ গান। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি বিদেশেও ভুবনের এই গান পৌঁছে গিয়েছিল। ‘কাঁচা বাদাম’ রীতিমতো এক ট্রেন্ডে পরিণত হয়েছিল। এরপরে ছোট পর্দায় অর্থাৎ টেলিভিশনে একাধিক রিয়েলিটি শো এবং স্টেজ শো-তে ভুবন অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই সবকিছু মিলিয়ে তাঁর আর্থিক অবস্থার বেশ উন্নতি ঘটেছিল।

হঠাৎ করেই প্রাপ্ত পরিচিতি ও আর্থিক উন্নতি কাজে লাগিয়ে ভুবনের থাকার জায়গার‌ও বদল ঘটেছিল। সারা জীবন মাটির বাড়িতে কাটানোর পর তিনি এক প্রাসাদপ্রমাণ বাড়ি গড়ে তুলেছিলেন। নামী ইন্টিরিয়র ডিজাইনারের সাহায্যে ভুবনের নতুন বাড়ির অন্দরমহল সাজানো হয়েছিল। তবে এখন বাধ্য হয়েই এই বাড়ি ছেড়ে ভুবনকে অন্য স্থানে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। তিনি জানিয়েছেন খ্যাতিলাভের পর তার ওপর আর্থিক জুলুম অর্থাৎ চাঁদা নেওয়া বা তোলাবাজির পরিমাণ অনেক বাড়ি গিয়েছিল।

নতুন বাড়ি তৈরি করার পর থেকেই যখন-তখন ভুবনের কাছে ৫০০-১০০০ বা আরো বেশি টাকা নেওয়া হত। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ভুবন নতুন বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তাঁর কথায়, “বেশ কয়েকমাস হল গ্রাম ছেড়ে চলে এসেছি| দুবরাজপুরে ভাড়া বাড়িতে থাকছি| মাসে মাসে অনেক টাকা ভাড়া দিই| এখন তো রোজগার নেই| ভাড়া কদিন টানতে পারব জানি না| বাড়ি বানিয়েছি গ্রামে| সেই বাড়িতেই থাকতে পারছি না| বাদাম গান আমাকে পরিচয় দিয়েছে, আবার এই গানের কারণেই এখন বাড়িছাড়া।”

Related Articles