অমিতাভের সঙ্গে ঐশ্বর্যর সঙ্গে গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন স্ত্রী জয়া বচ্চন
অভিষেক বচ্চন অভিনয় জগতের অংশ হলে, পরবর্তীকালে তাঁর স্ত্রীরূপে বচ্চন পরিবারের অংশ হন ঐশ্বর্য রাই বচ্চন।

বিনোদন জগৎকে কেন্দ্র করে গসিপের শেষ নেই। অভিনেতা বা অভিনেত্রীরা সেকালের হোক বা একালের সর্বদাই তাঁরা আলোচনার কেন্দ্রে। তারকারা কোথায় যাচ্ছেন, কোথায় ঘুরছেন, কী খাচ্ছেন, সবেতেই নজর থাকে পাপারাৎজিদের। এমনকি, অভিনেতা ও অভিনেত্রীদের রিল লাইফ ও রিয়াল সম্পর্কগুলোর গোড়াপত্তনেও নজর রাখেন পাপারাৎজিরা। যার ফলে, তারকাদের জীবন কেন্দ্রীক বিভিন্ন রকমের খবর সম্পর্কে অবগত থাকার সুযোগ পান অনুরাগীরা।
বি টাউনের বেশ কয়েকটি পরিবার রয়েছে, যেগুলো অন্যদের তুলনায় একটু বেশিই চর্চিত। এইরকমই একটি পরিবার হচ্ছে বচ্চন পরিবার। এই পরিবারের প্রত্যেক সদস্যদের গতিবিধির উপরে নজর রাখেন পাপারাৎজিরা। রাখবেন নাই বা কেন? এই পরিবারের প্রায় প্রত্যেকেই তারকা। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন (Jaya Bachchan) বহু আগেই সংসার পেতেছেন। একসময় দুই সন্তান শ্বেতা বচ্চন (Shweta Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan) তাঁদের পরিবারকে পূর্ণতা দেয়। অভিষেক বচ্চন অভিনয় জগতের অংশ হলে, পরবর্তীকালে তাঁর স্ত্রীরূপে বচ্চন পরিবারের অংশ হন ঐশ্বর্য রাই বচ্চন।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) দুইজনেই অভিনয় জগতের অংশ থেকেছেন, দুইজনেই অভিনয় জগতের তারকাদের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। বর্তমানে ঐশ্বর্যকে তেমনভাবে নিয়মিত অভিনয় করতে না দেখা গেলেও, তিনি এখনও অভিনয় জগৎকে বিদায় জানাননি। একইসঙ্গে তিনি ‘পারফেক্ট’ ঘরণীও। এমনটা, আর কেউ নয়, স্বীকার করেছেন স্বয়ং জয়া বচ্চন। আর এই সূত্রেই ফাঁস হল অমিতাভ ও ঐশ্বর্যর গোপন সম্পর্কের কথাও।
অমিতাভ-পত্নীর কথায়, “ঐশ্বর্য বচ্চন পরিবারের পুত্রবধূ হিসাবে পরিচিতি পেলেও, তিনি প্রকৃতপক্ষে তাঁদের মেয়েদের মতো। প্রৌঢ় অমিতাভ তাঁকে পুরো নিজের কন্যা সন্তানের চোখে দেখেন। আর তাই দুইজনের সম্পর্ক শ্বশুর-বৌমার মতো না হয়ে বাবা-মেয়ের মতো। বিগ বি যেমন ঐশ্বর্যকে মেয়ের মতো স্নেহ করেন। ঐশ্বর্যও তেমন বাবার মতো বিগ বি-র যত্ন নেন”।