×

Janhvi Kapoor : নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) কে না চেনেন! বর্তমান প্রজন্মের দর্শকরা সবাই অবগত জাহ্নবী কাপুরের পরিচয় নিয়ে।

Janhvi Kapoor : শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) কে না চেনেন! বর্তমান প্রজন্মের দর্শকরা সবাই অবগত জাহ্নবী কাপুরের পরিচয় নিয়ে। তিনি শ্রীদেবী (Sridevi) ও বনি কাপুরের (Bonny Kapoor) সন্তান হওয়ার দুবাদে ছোট থেকে স্টার কিড (Star Kid) হিসাবে পরিচয় লাভ করেছিলেন। তবে বড়ো হয়ে একাধিক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।

Janhvi Kapoor :

Janhvi Kapoor

জাহ্নবী কাপুর ‘ধড়ক’ (Dhadak) সিনেমার হাত ধরে বলিউডে অভিনয় জগতের সফর শুরু করেন। সিনেমায় তাঁর অভিনয় কোথাও প্রশংসিত হয়েছিল, আবার কোথাও সমালোচিত হয়েছিল। সমালোচনা দ্বারা প্রভাবিত হয়ে তিনি যদিও থেমে যাননি। এরপরে তিনি একের পর এক এক্সপেরিমেন্টিভ চরিত্রে অভিনয় করতে শুরু করেন। ‘ঘোস্ট স্টোরি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিস্টার এন্ড মিসেস মাহি’তে তাঁর অভিনয় দেখতে পাওয়া যায়।

এখানে দেখুন :  নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন বাঙালি অভিনেত্রী শ্রাবন্তী, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

সম্প্রতি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে ( Janhvi Kapoor )এক বোল্ড ফটোশুটে ব্যস্ত থাকতে দেখা যায়। ফটোগুলো প্রকাশ্যে আসার পরই চর্চায় আসতে দেখা গেল তাঁর নাম। ফটোটিতে জাহ্নবীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। তাঁর পরণে থাকে চকোলেট খয়েরি রঙের শিফন শাড়ি, নাকে দেখা যায় স্টোন স্টাডেড নথনী। ফটোতে ব্লাউজ যদিও দেখতে পাওয়া যায়নি।

Janhvi Kapoor :

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

চুল ঝর্ণার মতো ফাঁকা পিঠের উপরে পড়ে থাকতে দেখা যায়। ফটোটিতে জাহ্নবীকে এমনই মোহময়ী দেখতে লাগছিল যে, নেটিজেনরা ফটো থেকে নজর সরাতে পারেননি। মুখে হালকা মেকআপ, ঠোঁটে বেইজ রঙের লিপস্টিক ও চোখে কাজল পরিহিত অবস্থায় অপরূপ সুন্দরী লাগছিল তাঁকে দেখতে। শাড়িটি জাহ্নবী এমনভাবে পরেছিলেন যে, তাঁর কাঁধ ও পেট ছিল উন্মুক্ত।

Janhvi Kapoor Instragram Photo :

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

ফটোটি পোস্ট করা হয়েছে জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম আইডি থেকে। উক্ত পোস্টে একটি নয়, একাধিক ফটো দেখতে পাওয়া যায়। ফটোগুলো নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। পোস্টের লাইকের সংখ্যা প্রায় ১৩ লক্ষ অতিক্রম করে ফেলেছে।

Related Articles