×

Janhvi Kapoor : নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, অভিনেত্রীর হট লুকে ঘায়েল নেটজনতা

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। নব্বই দশকের জনপ্রিয় তথা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা।

Janhvi Kapoor : ভারতের বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। নব্বই দশকের জনপ্রিয় তথা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা এই নবাগত অভিনেত্রী। বনি কাপুর (Boney Kapoor) ও শ্রীদেবীর (Sridevi) কন্যা সন্তান হলেন জাহ্নবী কাপুর। তিনি ১৯৯৭ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। শ্রীদেবী জীবিত অবস্থায় তাঁর কন্যার প্রথম সিনেমার মুক্তি দেখে যেতে পারেননি।

Janhavi Kapoor :

Janhvi Kapoor

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ২০১৮ সালে মারাঠি সিনেমা ‘সৈরাট’ (Sairaat)-এর হিন্দি সংস্করণ ‘ধড়ক’ (Dhadaak) সিনেমার হাত ধরে অভিষেক করেন। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা ঈশান খট্টর (Ishan Khattar)। সিনেমাটি তাঁকে দেশজুড়ে পরিচিতি এনে দেয়।

এখানে পড়ুন : টাইট পোশাকে স্পষ্ট নিতম্ব-বক্ষযুগল, নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন জাহ্নবী কাপুর

যদিও সিনেমায় তাঁর অভিনয় সমালোচনার শিকার হয়েছিল, তবে পরবর্তীকালে চ্যালেঞ্জিং চরিত্রগুলো গ্রহণ করার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলতে দেখা যায় তাঁকে।

Janhvi Kapoor :

Janhvi Kapoor

এই অভিনেত্রী অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর নিজস্ব আইডি রয়েছে। সেই আইডি থেকে নিয়মিত ফটো ও ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। সিনেমার সেট বাদ দিয়ে তাঁকে রাস্তাঘাটে, জিমে ও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে হাজির হতেই তা খবরের শিরোনামে চলে আসতে দেখা গেল।

Janhavi Kapoor Viral Video :

কিছুদিন আগে জাহ্নবী এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে তাঁকে খোলামেলা পোশাক পরতে দেখা যায়। তাঁর পরণে ছিল হলুদ রঙের ডিজাইনার টপ ও স্কার্ট। হলুদ রঙের স্কার্টটিতে নিতম্বের কাছে একটু ফাঁক ছিল। অনেক নেটিজেন ড্রেসের এই ডিজাইনের প্রসঙ্গ তুলে ছোঁড়েন কটাক্ষের তীর। অনেকেই দাবি করলেন, “উনি মনে অন্তর্বাস পরতে ভুলে গেছেন”। এককথায় ড্রেসটির জন্য তুমুল সমালোচনার মুখে পড়তে হল তাঁকে। পোশাকটিকে কেন্দ্র করে কমেন্টের বন্যা বইতে দেখা গেল পোস্টের কমেন্ট বক্সে।

Related Articles