×

প্রকাশ্য মঞ্চে সুপারহিট ভোজপুরি গানে উদ্দাম নাচ ‘হটবম্ব’ স্বপ্না চৌধুরীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) জনপ্রিয় হরিয়ানভি ডান্সারদের মধ্যে অন্যতম একজন। তাঁকে হরিয়ানভি 'হটবম্ব' বলেও ডাকা হয়ে থাকে।

স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) জনপ্রিয় হরিয়ানভি ডান্সারদের মধ্যে অন্যতম একজন। তাঁকে হরিয়ানভি ‘হটবম্ব’ বলেও ডাকা হয়ে থাকে। সম্প্রতি স্বপ্নার এক পুরনো ভিডিও নেটদুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে প্রকাশ্য মঞ্চে তাঁর উদ্দাম নাচ নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

হরিয়ানা রাজ্যের বিখ্যাত ডান্সার স্বপ্না বেশ কয়েক বছর ধরে নিজের নাচ ও হটনেসের মাধ্যমে দেশবাসীর মনে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। তিনি অনেক কম বয়সেই এক হরিয়ানভি মিউজিক ভিডিওর মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেছিলেন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক সিনেমাতেও তিনি কাজ করেছেন। এছাড়াও, ২০১৭ সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেও তিনি বিপুল পরিচিতি অর্জন করেছিলেন।

তবে স্বপ্না মূলত প্রকাশ্য মঞ্চে নিজের পারফরম্যান্সের মাধ্যমেই এত জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে প্রায়শই তাঁর বিভিন্ন অনুষ্ঠানে পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেইসব ভিডিও অনেক সময়েই অনেক আগের হ‌ওয়া সত্ত্বেও নতুন করে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে। ইন্টারনেটের সাহায্যে দর্শকাসনে উপস্থিত মানুষেরা ছাড়া নেটিজেনরাও তাঁর নাচ তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারেন।

সম্প্রতি আবার‌ও তেমনভাবেই কোনো এক অনুষ্ঠানে স্বপ্নার নাচের এক পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তাঁকে জনপ্রিয় হরিয়ানভি গান ‘পানি ছালকে’-র সঙ্গে তুমুল নাচতে দেখা গিয়েছে। সবুজ রঙের সালোয়ার-কামিজ, হাতে সবুজ চুড়ি, কানে ঝোলা দুল পরে মাথায় সবুজ ওড়না নিয়ে তাঁর হটনেস সকলের নজর কেড়েছে। বরাবরের মতোই স্বপ্নার বোল্ড নাচ, এক্সপ্রেশন ও হটনেস বিপুলসংখ্যক দর্শক ও নেটিজেনদের মন জয় করে নিয়েছে। এই ভিডিওটির ভিউজ হয়েছে প্রায় ২২ লাখ ও ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করে কমেন্টে ‘হটবম্ব’-এর নাচের প্রশংসা করেছেন।

Related Articles