Isha Ambani : ১৫ কোটির গাড়ি, ১০০০ কোটির বাড়ি! মুকেশ কন্যা ঈশা আম্বানির সম্পত্তি দেখলে চোখ উঠবে কপালে
ঈশার অধীনে একাধিক দামী দামী গাড়ি রয়েছে। তাঁর বাবা মুকেশ আম্বানি তাঁকে একটি মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস (Mercedes blbenz S Class) গাড়ি উপহার দিয়েছেন।

Isha Ambani : মুকেশ আম্বানি (Mukesh Ambani) বর্তমানে ভারতের প্রথম সারির ব্যবসায়ীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ও সর্বাধিক সফল। রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ সমগ্র ভারতবর্ষের সর্বাধিক ধনী ব্যক্তি, শুধু তাই নয়, তিনি এশিয়া মহাদেশেরও সর্বাধিক ধনী ব্যক্তি। বিপুল পরিমাণ সম্পত্তি ও তার পাশাপাশি তাঁর পরিবারের চরম বিলাসবহুল জীবনযাপনও তাঁদের বারেবারেই খবরের শিরোনামে নিয়ে আসে।
Isha Ambani :
শুধু মুকেশ আম্বানি নয়, তাঁর পরিবারের প্রত্যেক সদস্যই বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তির মালিক। তাঁর স্ত্রী, কন্যা, পুত্র সকলেই এই তালিকায় রয়েছেন। মুকেশের একমাত্র মেয়ে ঈশা আম্বানি (Isha Ambani) তাঁদের মধ্যে অন্যতম। তিনি ভারতের আরেক অন্যতম ধনী ব্যবসায়ী অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর অজয় পুত্রবধূ ঈশাকে ‘গুলিটা’ (Gulita) নামক এক বিশাল আকারের বাংলো উপহার দিয়েছেন, যার মূল্য ১,০০০ কোটি টাকা। এই বাংলোতেই ঈশা ( Isha Ambani) ও তাঁর স্বামী আনন্দ বসবাস করেন।
আরও পড়ুন : বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ! সৌরভ গাঙ্গুলির বাড়ির অন্দরমহল দেখলে চোখ উঠবে কপালে
ঈশা আম্বানির ( Isha Ambani) মতো জাঁকজমকপূর্ণ বিয়ের সাজ আজ অবধি ভারতবর্ষে কেউই করেননি। তিনি বিয়েতে প্রায় ৯০ কোটি টাকা দামের লেহেঙ্গা ও আরো কয়েক কোটি টাকার ভারী গয়না পরেছিলেন। তিনি বিয়েতে আরো প্রচুর গয়না উপহার পেয়েছেন। আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে সেইসব গয়নার মধ্যে থেকেই পরে উপস্থিত হয়েছিলেন ঈশা।
এছাড়াও, ঈশার অধীনে একাধিক দামী দামী গাড়ি রয়েছে। তাঁর বাবা মুকেশ আম্বানি তাঁকে একটি মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস (Mercedes blbenz S Class) গাড়ি উপহার দিয়েছেন। প্রায় ১১ কোটি টাকা মূল্যের এই গাড়িটি কাস্টমাইজড ডিজাইন করা হয়েছে। ঈশার আরেকটি বেন্টলি বেনটায়গা (Bentley Bentayga) গাড়িও আছে, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা।