×

Shovan-Swastika : শোভন-স্বস্তিকার বিচ্ছেদ প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন প্রেমিকা ইমন চক্রবর্তী

ব্যক্তিগত জীবনের কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকতে দেখা যায় দুটি নাম ( Shovan-Swastika) ।

Shovan-Swastika : পূর্বে সাধারণত অভিনেতা বা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েই সাধারণ মানুষের আগ্রহ দেখা যেত। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষের আগ্রহ বিভিন্ন নৃত্যশিল্পী, গায়ক-গায়িকাদের ব্যক্তিগত জীবনের প্রতিও দেখা গেছে। এই যেমন ধরে নেওয়া যাক শোভন গাঙ্গুলি (Sovan Ganguly) ও ইমন চক্রবর্তীর (Imon Chakroborty) কথা। ব্যক্তিগত জীবনের কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকতে দেখা যায় দুটি নাম ( Shovan-Swastika) ।

Shovan-Swastika :

Shovan-Swastika :

সম্প্রতি শোভন গাঙ্গুলি ও স্বস্তিকা দত্তের (Swastika Dutta) বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। দাবি করা হয়েছে দুইজনের মধুর সম্পর্কে ফাটল ধরেছে। এই ব্যাপারে আবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে শোভনের প্রাক্তন তথা পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীকে। শোনা যাচ্ছে, ইমনের আগমনে নাকি দুইজনের সম্পর্কে চিড় ধরেছে। এই প্রসঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করতেই স্পষ্টভাষায় জবাব দিলেন শোভন।

Shovan-Swastika :

Shovan-Swastika :

তাঁর কথায়, “আমাকে নিয়ে এর আগেও অনেক লেখালেখি দেখেছি। ভালোভাবে না জেনে ভুল খবর রটানো উচিত নয়। যে যার ইচ্ছেমতো লিখছে, আমি এই বিষয়ে মোটেই কাউকে এন্টারটেইন করবো না। তৃতীয় কাউকে কেন আমাদের বিষয়ে টানব?” তাঁর আরও সংযোজন, “আমাদের সম্পর্কে টিকে আছে না নেই, সেটা পুরোপুরি আমাদের ব্যক্তিগত বিষয়। এই সব বিষয়ে কোনোদিনই কিছু বলিনি, তাই এইবারেও মুখ খুলবো না”। এই ইস্যুতে স্বস্তিকারও কণ্ঠেও শোনা গেল একই সুর। স্বস্তিকা বলেন, “আমাদের মধ্যে যেটাই ঘটুক, সবটাই আমাদের ব্যক্তিগর বিষয়। অন্যের নাম টেনে নিয়ে যে সমস্ত কথা ছড়ানো হচ্ছে, তা মোটেই ঠিক নয়। আমি এটাকে একদম সমর্থন করি না”।

আরও পড়ুন : বয়স যত বাড়ছে লজ্জার কোনো বালাই নেই! এরকম পোশাক পরে প্রকাশ্যে এলেন শ্রাবন্তী

Shovan-Swastika :

এই ইস্যুতে মন্তব্য করতে পিছপা হননি স্বয়ং ইমনও। তিনি বলেন, “ওঁরা ভালো থাকুক, আমি এটাই চাই। শোভনের ভালো তখনও চেয়েছি, আর এখনও চাই। স্বস্তিকা ও শোভন দুইজনেই আমার ভালো বন্ধু। ওঁদের ব্রেকাপ হয়েছে কিনা জানি না। আমি মোটেই চাই না এটা হোক। আমি আমার পারফেক্ট স্বামীর সঙ্গে সুখের সংসার কাটাচ্ছি”।

Related Articles