×

‘দিদি নাম্বার ১’-এর মঞ্চে কীভাবে যাবেন? উপায় বাতলে দিলেন খোদ রচনা ব্যানার্জী

প্রায় এক যুগ হতে চলল জি বাংলার পর্দায় রমরমিয়ে চলছে জনপ্রিয় রিয়ালিটি শো 'দিদি নাম্বার ১'।

প্রায় এক যুগ হতে চলল জি বাংলার পর্দায় রমরমিয়ে চলছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ১’। এই শো টি শুরু থেকেই সঞ্চালনা করে আসছেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। রচনা ব্যানার্জি কে ছাড়া ‘দিদি নাম্বার ১’ কল্পনাই করা যায় না। সিনেমা থেকে অবসর নেওয়ার পর গোটা বাংলার মানুষের কাছে এখন রচনা ব্যানার্জি ‘দিদি নাম্বার ১’ হিসেবেই পরিচিত। রচনা ব্যানার্জি নিজেও ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন এই শো টির সাথে।

বাংলার প্রতিটি মেয়ের স্বপ্ন জীবনে অন্তত একবার ‘দিদি নাম্বার ১’ এর মঞ্চে উপস্থিত হওয়ার এবং রচনা ব্যানার্জি কে কাছ থেকে দেখার। বাংলার মহিলাদের জন্য এই শো টি একটি ইনস্পিরেশন। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও বহু মহিলা তাঁদের জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প শুনিয়েছেন এই শো এর মঞ্চে। প্রতিদিন চারজন মহিলা এখানে আসেন এবং খেলার মাধ্যমে জিতে নেয় অনেক অনেক পুরস্কার। অনেক মহিলাদেরই প্রশ্ন কিভাবে ‘দিদি নাম্বার ১’ এর মঞ্চে পৌঁছনো যায়। সেই ব্যাপারে সমস্ত বিস্তারিত তথ্য দিতেই আজকের এই প্রতিবেদন।

প্রথমেই বলে রাখি ‘দিদি নাম্বার ১’ এ যাওয়ার জন্য অডিশন একমাত্র উপায়। কিন্তু এই রিয়ালিটি শো এর নাম করে বহু প্রতারক সাধারণ মানুষের সাথে ছলনা করেছে। অনেকেই মনে করেন দিদি নাম্বার ওয়ান এ যাওয়ার জন্য প্রচুর টাকা দিতে হয়। সেক্ষেত্রে বলে রাখে এমনটা একেবারেই নয়। যারা টাকা নিয়ে সাধারণ মানুষকে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার ব্যবস্থা করে দেবে বলে তারা শুধুই প্রতারক। তাই এই ধরনের মানুষকে এড়িয়ে চলবেন। ‘দিদি নাম্বার ১’এ যাওয়ার জন্য কোনরকম টাকা দিতে হয় না। সে ক্ষেত্রে প্রশ্ন করতে পারে তাহলে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার উপায় কি? এই প্রশ্নের উত্তর রচনা ব্যানার্জী স্বয়ং জানিয়েছেন।

কিছুদিন আগে পর্যন্ত ‘দিদি নাম্বার ১’ এ যাওয়ার জন্য অডিশন দিতে মহিলাদের লম্বা লাইনে দাঁড়াতে হতো। কিন্তু এখন অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন সকলে। তার জন্য সম্প্রতি একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে ‘দিদি নাম্বার ১’ এর পক্ষ থেকে। পোর্টালটি হল: https://garnierdidino1audition.com/ ।এবার থেকে এই লিঙ্কে গেলে রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। সেটা পূরণ করলেই ঘুরে যাবে আপনার ভাগ্যের চাকা।

উল্লেখিত পোর্টালটিতে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এছাড়া ইমেইল আইডি, জন্মদিনের তারিখ, মাস, সাল, বয়স জানাতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, পেশাও এবং পরিবারের কতজন আছেন জানাতে হবে। সবশেষে আপনি কেন ‘দিদি নাম্বার ১’ এ যেতে চান সেই কারণটা উল্লেখ করতে হবে। এরপর ফর্ম সাবমিট করে দিতে হবে। আপনার ফর্মটি নির্বাচিত হলে সরাসরি আপনাকে ডাকা হবে অডিশনের জন্য।

বিস্তারিত জানতে:-

https://didino1-loreal.blogspot.com/2023/02/terms-conditions-zee-entertainment.html

লিংকে চোখ রাখুন।

Related Articles