×

অবিকল দীপিকার স্টাইলে ‘ঝুমে জো পাঠান’ গানে উদ্দাম নাচ অভিনেত্রী হিয়ার, ভাইরাল ভিডিও

টেলিভিশন জগতের এক পরিচিত মুখ হিয়া দে (Hiya Dey)।

টেলিভিশন জগতের এক পরিচিত মুখ হিয়া দে (Hiya Dey)। তিনি অনেক ছোট থেকেই অভিনয় জগতে জনপ্রিয়তা পান। ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Ganowala), ‘আলো ছায়া’ (Alo Chhaya), ‘ফেলনা’ (Felna)-এর মত একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিকে ও একটি সিনেমায় অভিনয় করলেও, তাঁর মূল লক্ষ্য আপাতত পড়াশোনা। যদিও, তাঁকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায়।

হিয়াকে ‘নির্ভয়া’ সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছিল। অংশুমান প্রত্যূষ পরিচালিত উক্ত সিনেমায় গণধর্ষণের শিকার হওয়া এক অন্তঃসত্ত্বা কিশোরীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় হিয়াকে। সিনেমাটিতে অভিনয়ের দৌলতে অভিনয় জগতে প্রশংসা অর্জন করতে সফল হন হিয়া।

তবে বর্তমানে হিয়ার নাম একটি ভিডিওর জেরে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। সম্প্রতি হিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে হিয়ার ইনস্টাগ্রাম আইডি থেকেই। ভিডিওটিতে তাঁকে কালো রঙের হট প্যান্ট, কালো টি শার্ট ও কালো টুপি পরে থাকতে দেখা যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে শাহরুখ খান (Shahrukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত ‘পাঠান’ (Pathaan) সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গান। এই গানেতেই তাল মিলিয়ে নাচ করতে দেখা যায় হিয়াকে।

ভিডিওটিকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে নেটিজেনদের তরফে। ভিডিওর কমেন্ট বক্সে বহু নেটিজেন তাঁর নাচের প্রশংসা করেছেন। তবে এর মাঝেই কিছু নেটিজেন তাঁকে ‘সঠিক স্টেপ’-এ নাচার পরামর্শও দিয়েছেন। হিয়া আগের বছরেই ১৪ বছর বয়সে পা দিয়েছেন। কিন্তু তাঁকে কেন্দ্র করে অশ্লীল মন্তব্য করতে পিছপা হননি কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কেউ কেউ এই ঘটনার প্রতিবাদ করলেও, বহু নেটিজেনকেই অশ্রাব্য ভাষায় আক্রমণ করতে দেখা যায়। যা স্বাভাবিকভাবেই আবারও এই সমাজে মেয়েদের নিরাপত্তায় তুলল প্রশ্ন।

Related Articles