×

প্রকাশ্য মঞ্চে ৯০ দশকের গানে অসাধারণ নাচ অভিনেত্রী হেমা মালিনীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

৭০-এর দশকের জনপ্রিয় বলি অভিনেত্রী ‘হেমা মালিনী’ (Hema Malini)।

৭০-এর দশকের জনপ্রিয় বলি অভিনেত্রী ‘হেমা মালিনী’ (Hema Malini)। একসময় তাকে বলিউডের ‘ড্রিম গার্ল’ বলে আখ্যা দেওয়া হয়।
রাজ কাপুর, ধর্মেন্দ্র, রাজেশ খান্নার মতো একাধিক তাবর তাবর অভিনেতাদের সাথে একসময় তিনি জুটি বেঁধে চুটিয়ে অভিনয় করেছেন। এমনকি তাঁর রিল লাইফের নায়ক ধর্মেন্দ্র তাঁর রিয়েল লাইফেও সঙ্গী হয়। অর্থাৎ ধর্মেন্দ্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী হেমা মালিনী।

১৯৬৮ সালে অভিনয় জগতে পদার্পণ হয় এই অভিনেত্রীর। হেমা মালিনীর প্রথম অভিনীত ছবি ছিল ‘স্বপ্ন কা সওদাগর”। এরপর তিনি এক এক করে বহু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে শুধু অভিনয় জগত নয়, নাচের জগতেও বেশ নাম এই অভিনেত্রীর। ভারতনাট্যম শিল্পী হিসেবে গোটা ভারত জুড়ে এখনো তাঁর নাম ছড়িয়ে রয়েছে। তিনি ১১ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এছাড়া ২০০০ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন হেমা মালিনী।

সম্প্রতি হেমা মালিনীর একটি নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ৭০ দশকের এই জনপ্রিয় অভিনেত্রীর ‘ধুম’ সিনেমার জনপ্রিয় গান ‘ধুম মাচালে’ সাথে জোর তালে একটি রিয়ালিটি শো এর মঞ্চে নাচ করছেন। হেমা মালিনীর নাচের মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল ওই রিয়ালিটি শো এর দর্শক থেকে শুরু করে বিচারকরা।

কিছুদিন আগে হেমা মালিনী সুপার সিঙ্গার সিজন টু এর মাঝে উপস্থিত হয়েছিলেন অতিথি হিসেবে। ওই রিয়েলিটি শো এর মঞ্চে সবার অনুরোধে হেমা মালিনী ওয়েস্টার্ন এবং ক্ল্যাসিকাল দুইভাবেই নৃত্য উপস্থাপনা করেছিলেন। তবে হেমা মালিনী একা নয়, তাঁর সাথে উপস্থিত ছিলেন হেমা মালিনীর কন্যা বর্তমানে জনপ্রিয় নায়িকা ‘এশা দেওল’।

হেমা মালিনীর নাচের ভিডিওটি ‘সেট ইন্ডিয়া’ (set India) নামক ইউটিউব (youtube) চ্যানেল থেকে আপলোড করা হয়। এখনো পর্যন্ত প্রায় ৭ লক্ষ মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটি। ৫ হাজার মানুষ লাইক করেছে ভিডিওটিকে। এছাড়া ভিডিওটির কমেন্ট সেকশন ভরে উঠেছে অনুরাগীদের মন্তব্যে‌। প্রিয় অভিনেত্রীকে এতদিন পর টিভি পর্দায় দেখে খুশি দর্শকরা। এমনটাই অধিকাংশ মানুষ মন্তব্য করে জানিয়েছেন।

Related Articles