প্রকাশ্য মঞ্চে ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকার সাথে উদ্দাম নাচ সুপারস্টার গোবিন্দার, ভাইরাল ভিডিও
রশ্মিকারই অভিনীত পুষ্পা সিনেমার 'সামি সামি' গানে একসাথে নেচে মঞ্চ মাতাতে দেখা গেল এই দুই তারকাকে।

গত দু’বছর আগে মুক্তি পেয়েছিল জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পুষ্পা’। বছর দুয়েক পেরিয়ে গেলেও এই সিনেমাটির জনপ্রিয়তা আজও বেহাল রয়েছে। এই সিনেমার প্রতিটি গান এবং সংলাপ আজও ঘুরে বেড়ায় নেট দুনিয়ার পাতায়। বিশেষ করে জনপ্রিয় তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) এবং অভিনেত্রী রশ্মিকা মন্দনা (Rashmika Mandana)-র করা এই সিনেমায় অভিনয় যেন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিল। যার কারণে তাঁদের জনপ্রিয়তা শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং দেশ ছাড়িয়ে তা পৌঁছে গিয়েছে বিদেশেও। আর এই সিনেমার জন্য বর্তমানে এই দুই তারকারই গোটা দেশজুড়ে নামডাক।
মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে নিজের কেরিয়ার শুরু করলেও বর্তমানে অভিনেত্রী রশ্মিকার প্রসার বলিউড পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই গত বছর মুক্তি পেয়েছে অভিনেত্রীর ডেবিউ করা প্রথম বলিউড সিনেমা ‘গুডবাই’ (Goodbye)। যেখানে অভিনেত্রীকে বলিউডের মেগাস্টার অর্থাৎ বিগ বি অমিতাভ বচ্চনের সাথে স্ক্রীন শেয়ার করতে দেখা গিয়েছে। এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর অভিনেত্রীর অভিনয়ের যথেষ্ট সুরাহা হয়। এছাড়াও এই সিনেমাটির প্রমোশনের জন্য বেশ কিছু জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মঞ্চেও দেখা যায় অভিনেত্রীকে।
যেমনটা গত বছর তিনি উপস্থিত হয়েছিলেন, জি-টিভিতে সম্প্রচারিত জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডিআইডি সুপার মমস’ (DID Super Moms) এর সিজন ৩ তে। যেখানে অতিথি বিচারকের তালিকায় ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তথা ডান্সিং লেজেন্ড গোবিন্দা। যিনি বলিউডের ডান্সিং কিংবদন্তি হিসেবে সর্বাধিক পরিচিত। তাঁর আসল নাম গোবিন্দা হলেও তাঁর অনুগামীদের কাছে তিনি ‘দুলহে রাজা’ হিসেবেই পরিচিত। অন্যদিকে অভিনেত্রী রশ্মিকা বর্তমানে ন্যাশনাল ক্রাশ।
আর এই মঞ্চেই দেখা গেল এই দুই জনপ্রিয় তারকার মেলবন্ধন। রশ্মিকারই অভিনীত পুষ্পা সিনেমার ‘সামি সামি’ গানে একসাথে নেচে মঞ্চ মাতাতে দেখা গেল এই দুই তারকাকে। এই গানের দেওয়া সোশ্যাল বিখ্যাত হুক স্টেপের সঙ্গেই রস্মিকা ও গোবিন্দা অসাধারণ কায়দায় নাচলেন। পাশাপাশি অভিনেতা গোবিন্দার অভিনীত একটি জনপ্রিয় গানের তালেও তাল মেলালেন অভিনেত্রী রশ্মিকা। আর এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা বেশ নজর কেড়েছে প্রতিটি নেট নাগরিকের। আর স্বাভাবিকভাবেই দুজনের প্রশংসায় মত্ত হয়েছেন প্রতিটি সাইবারবাসী।