গৌরব এখন অতীত, স্টার জলসার এই জনপ্রিয় নায়কের সঙ্গে প্রেম করছেন ‘গাঁটছড়া’র দ্যুতি
টলি পাড়ার ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রীমা ভট্টাচার্যের (Shreema Bhattacharya)।

টলি পাড়ার ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রীমা ভট্টাচার্যের (Shreema Bhattacharya)। এই অভিনেত্রী বেশ কয়েক মাস আগে তার জীবনে হওয়া প্রেম ও বিচ্ছেদ নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন। জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরীর সাথে তার প্রেমের সম্পর্ক কারোরই অজানা ছিল না। কিন্তু সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। এরপর চেন্নাই সুপারকিংস তথা কেকেআরখ্যাত ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। সেই সম্পর্কেও ইতি টেনেছেন অভিনেত্রী। সম্প্রতি আরো একবার খবরের শিরোনামে উঠে এসেছে শ্রীমা ভট্টাচার্যের নাম। নতুন করে বসন্তের ছোঁয়া লেগেছে এই অভিনেত্রীর মনে। সোশ্যাল মিডিয়ায় তারই ঝলক দেখা গিয়েছে।
স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’র (Gantchhora) দ্যুতি অর্থাৎ শ্রীমা ভট্টাচার্য নাকি ইন্ডাস্ট্রিয়াল অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছে, এমনটাই শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু কে সেই অভিনেতা সেটা জানা যায়নি। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই অভিনেতার নাম। তিনি আর কেউ নন, তিনি হলেন তবে সহচরী’ (Aay Tobe Sohochori) খ্যাত টিপু ওরফে ইন্দ্রনীল চ্যাটার্জী (Indranil Chatterjee)। অভিনেতা ইন্দ্রনীলের সাথে প্রেমের সম্পর্ক স্বীকার করে নিয়েছেন শ্রীমা।
ইদানিং সব জায়গায় একসাথে দেখা যাচ্ছে শ্রীমা ও ইন্দ্রনীল কে। নতুন বছরের উদযাপন করতে তাঁরা দুজনেই পৌঁছে গিয়েছিলেন আন্দামানে। তখন থেকেই তাঁদের প্রেম নিয়ে চর্চা শুরু হয়। যদিও সেই সময় মুখ খুলতে নারাজ ছিল শ্রীমা। তবে সম্প্রতি তিনি তার জন্মদিনের দিন নিজের প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন। গত রবিবার ২৬ বছর বয়সে পা দিয়েছেন এই অভিনেত্রী। স্পেশাল দিনটা ইন্দ্রনীলের সাথে স্পেশাল ভাবে কাটিয়েছেন শ্রীমা। জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি ও রিল ভিডিও তিনি তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন। সে ছবিগুলোর স্পষ্ট বুঝিয়ে দিয়েছে শ্রীমা ও ইন্দ্রনীলের সম্পর্কে কথা।
ইন্দ্রনীল তাঁর ইনস্টাগ্রাম (instagram) পেজ থেকে ‘কেশারিয়া’ গানের সাথে বানানো রিল ভিডিও আপলোড করেছেন। এই ভিডিওটি আপলোড করে তিনি শ্রীমা কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন কালো রঙের একটি শর্ট ড্রেস পড়েছিলেন অভিনেত্রী এবং ইন্দ্রনীলের পরনে ছিল গোলাপি রঙের টি-শার্ট ও কালো রঙের প্যান্ট। ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে ইন্দ্রনীল লিখেছেন, “শুভ জন্মদিন পার্টনার। এই দুনিয়ার সব খুশিতে তোমার ঝুলি ভরে যাক। সুস্থ থাক আর এইভাবেই তারকার মত জ্বলতে থাক।” এই ভিডিওটির কমেন্ট সেকশনে শ্রীমা জবাব দিয়েছেন, “ধন্যবাদ পার্টনার।” এর সাথে লাল রঙের হার্ট ইমোজিও জুড়ে দিয়েছেন শ্রীমা।