মা হতে চলেছে ‘খড়ি’! ‘গাঁটছড়া’র এই ছবি সামনে আসতেই আনন্দে আত্মহারা ভক্তরা
পুরোনো জনপ্রিয়তা আবারও ফিরে পেয়েছে স্টার জলসার (Star Jalsa) ধারাবাহিক 'গাঁটছড়া' (Gaatchora)।

পুরোনো জনপ্রিয়তা আবারও ফিরে পেয়েছে স্টার জলসার (Star Jalsa) ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora)। কাহিনী দুর্দান্ত মোড় নেওয়ার পর বর্তমানে খড়ি ও ঋদ্ধি আবার একসঙ্গে। কাকা দেবাংশুর ষড়যন্ত্রের জেরে দুইজনকে একে অপরের থেকে আলাদা হতে হয়েছিল। অবশেষে নাটকীয় মোড়ের পর আবার খড়ি ফিরে এলো সিংহরায় বাড়িতে।
দুর্ঘটনার পর থেকে খড়ি স্মৃতি হারায় ও দেবাংশুর স্ত্রীর সূত্রে প্রায় এক বছর ঈশার পরিচয়ে থাকে। ভালো মায়ের কথা বিশ্বাস করে খড়ি সিংহরায় বাড়ির সঙ্গে প্রতিশোধ নিতে তৎপর হয়। এইসবেরই মাঝেই দেবাংশুর পুত্র মৈনাক ও খড়ির বিয়েও ঠিক হয়ে যায়। অপরদিকে, ঋদ্ধিরও বিয়ে ঠিক হয় মৈনাকের সঙ্গে। দুই পক্ষেরই বিয়ে একই ক্রুজ শিপে হওয়ার থাকে। এরপরেই কাহিনী নেয় নাটকীয় মোড়।
ঠিক বিয়ে হওয়ার আগেই সমস্ত সত্য ফাঁস হয়ে যাওয়ায় মৈনাকের সঙ্গে খড়ির বিয়ের পরিকল্পনা বানচাল হয়ে যায়। ক্রুজটি আবার দুর্ঘটনার মুখে পড়ে ডুবেও যায়। যদিও, ঋদ্ধির দৌলতে খড়িকে আবার উদ্ধার করা সম্ভব হয়। এরপরে খড়ি তাঁর স্বামী ঋদ্ধিকে নিয়ে সিংহরায় বাড়িতে ফিরে এসে ভালো মায়ের হাত থেকে বাড়িটিকে বাঁচিয়ে নেয়।
কাহিনীর এই নতুন মোড়ে দর্শকরা বেশ খুশি। তবে দর্শকরা এবার পেশ করলেন নতুন দাবি। তাঁরা ঋদ্ধি ও খড়ির জীবনে ছোট্ট ফুটফুটে নতুন সদস্যকে দেখতে চান। এই মর্মে তাঁরা ঋদ্ধি ও খড়ির ছবি এডিট করে সেই ছবিতে একটি ফুটফুটে শিশুর ছবি বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। অবাক করে দেওয়ার ব্যাপার হল, তেমনভাবে কাউকে এই ছবির বিরোধিতা করতে দেখা যায়নি। বরং লাভ রিয়্যাক্ট ও ইমোজি দিয়ে ভরে দিতে দেখা যায়। এর থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, কাহিনীতে নতুন সদস্য এলে দর্শকরা সত্যিই খুশি হবেন।