×

Ena Saha : নির্লজ্জের সমস্ত সীমা পার করেছেন অভিনেত্রী এনা সাহা, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না

অভিনয় জগতের এক সুপরিচিত মুখ এনা সাহা (Ena Saha)। তিনি বাংলা ভাষা ছাড়াও মালয়ালম ভাষার সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন।

Ena Saha :  অভিনয় জগতের এক সুপরিচিত মুখ এনা সাহা (Ena Saha)। তিনি বাংলা ভাষা ছাড়াও মালয়ালম ভাষার সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি ‘বউ কথা কও’, ‘রাত ভোর বৃষ্টি’, ‘সংসার সুখের হয় রমণীর গুনে’, ‘বাঁধন’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও তাঁকে ‘আমি আদু’, ‘প্রিয়া তুমি’, ‘ওয়ান থার্টি এম’, ‘বোঝে না সে বোঝে না’, চিরদিনই তুমি যে আমার’, ‘ফোর্স’, ‘ব্যোমকেশ ফিরে এলো’, ‘অচেনা বন্ধুত্ব’, ‘দুগ্ধ নখর’, ‘হৃদয় হরণ’, ‘নট আ ডারটি ফিল্ম’, ‘যুধিষ্ঠির’, ‘কিছু না বলা কথা’, ‘কমরেড’, ‘এক যে আছে অপ্সরা’, ‘দ্য হ্যাকার’, ‘বক্সার’-এর মতো একাধিক বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যায়।

Ena Saha

বাংলা অভিনয়ের জগতের বাইরে তাঁকে ‘নিলাকশাম পাচাকাদাল চুভানা ভূমি’ ও ‘ইউ থ্রু ব্রুটুস’ নামক মালয়ালম সিনেমা, ‘লঙ্কা’ নামক তেলেগু সিনেমা এবং ছাউরাঙা’ নামক হিন্দি সিনেমায় অভিনয় করতে দেখা যায়। এছাড়াও অংশুমান প্রত্যূষ পরিচালিত ‘এসওএস কলকাতা’ সিনেমা ও শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘চিনে বাদাম’ সিনেমার প্রযোজনাও করেন অভিনেত্রী ( Ena Saha) ।

আরও পড়ুন :- নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করলেন অভিনেত্রী রেশমি দেশাই, ভুলেও পরিবারের সামনে ভুল ক্লিক করবেন না

Ena Saha

সম্প্রতি একটি ফটো ভাইরাল হয়েছে অভিনেত্রীর। ফটোটি পোস্ট করে হয়েছে এনা সাহার ইনস্টাগ্রাম আইডি থেকে। ফটোটিতে অভিনেত্রীকে থ্রি কোয়ার্টার অফ হোয়াইট রঙের ট্রান্সপারেন্ট টি শার্ট ও সোনালি রঙ বিশিষ্ট মেটালিক চাঁদ-তারায় সজ্জিত নীল রঙের ডেনিম পরে থাকতে দেখা যায়।

Ena Saha Viral Photos :

 

View this post on Instagram

 

A post shared by Ena Saha (@ena1996gemini)

বাম হাতে থাকা সোনালি রঙ বিশিষ্ট অগণিত চুড়ি-বালা, গলায় কারুকার্য করা সোনালী রঙের পাতার ডিজাইন সম্পন্ন চোকার, উজ্জ্বল অথচ লাইট শেডের মেকআপ ও ফুশিয়া পিঙ্ক রঙের লিপস্টিক তাঁর সাজের মানান বাড়িয়ে দেয়। খোলা কার্লি হেয়ার তাঁর সাজে আরও পূর্ণতা এনে দেয়। জানা গেছে, এনার এই বিশেষ লুকটি মূলত ‘মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস’-এর উদ্দেশ্যে।

Related Articles