×

চুপিচুপি বিয়ে সেরে ফেললেন ‘এই পথ যদি না শেষ’-এর উর্মি! মুহূর্তে ভাইরাল ছবি

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের এক জনপ্রিয় ধারাবাহিক ছিল 'এই পথ যদি না শেষ হয়' ( Ei Poth Jodi Na Shes Hoy)।

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের এক জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘এই পথ যদি না শেষ হয়’ ( Ei Poth Jodi Na Shes Hoy)। ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২১ সালের ১২ই এপ্রিল তারিখে ও শেষ হয়েছিল ২০২২ সালে ৯ ডিসেম্বর তারিখে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘উর্মি সরকার’ (Urmi Sarkar) ও ‘সাত্যকী সরকার’ (Satyaki Sarkar)-এর ভূমিকায় অভিনয় করেছিলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra) ও ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)।

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি জি বাংলায় বন্ধ হয়ে গেলেও, দর্শকরা আজও ভুলতে পারেনি। বিশেষ করে ধারাবাহিকের নায়ক-নায়িকাদের আজও মনে রেখেছেন দর্শকরা। এখনও অনুরাগীরা খোঁজ নেন আবার কবে পর্দায় দেখা যাবে ধারাবাহিকের মুখ্য চরিত্রগুলোকে। আপাতত, ইনস্টাগ্রাম আইডি ফলো করার মাধ্যমেই নিজেদের সন্তুষ্ট করতে বাধ্য হন অন্বেষা ও ঋত্বিকের অনুরাগীরা।

আপাতত একটি ছবির জেরে অন্বেষা বর্তমানে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি অন্বেষার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে অন্বেষাকে নববধূর বেশে দেখা যায়। সবুজ বেনারসির সঙ্গে ম্যাচিং ব্লাউজে তাঁকে অপরূপ সুন্দরী লাগছিল দেখতে। তাঁকে পুরো শরীর জুড়ে সোনার গয়না, মুখমণ্ডলে ব্রাইডাল মেকআপ, হাতে শাখা-পলা ও মাথায় মুকুট পরিহিত অবস্থায় দেখে চোখ সরাতে পারেননি নেটিজেনরা। এই ফটো দেখেই অনেকে প্রশ্ন করতে শুরু করেন, তাহলে কি এবার চুপিসারে বিয়ে সেরে ফেললেন অন্বেষা?

উপরিউক্ত প্রশ্নের উত্তর হল- না, এটা তাঁর বিয়ের সাজ নয়। এটা ব্রাইডাল ফটোশুট মাত্র। টলিপাড়ার জনপ্রিয় মুখ তথা ডিজাইনার ‘রুদ্র সাহা’-এর সাজে তাঁর এই ফটোশুট। ফটো দেখে কমেন্টবক্স প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগীরা। কেউ মন্তব্য করেন, “খুব মিষ্টি লাগছে তোমায়”। তো কেউ প্রশ্ন করেন, তাঁকে আবার কবে টিভির পর্দায় দেখা যাবে? এই পোস্টের কমেন্ট বক্স থেকে এটা স্পষ্ট হয়ে যায়, যে অন্বেষাকে আবার টিভির পর্দায় দেখার অপেক্ষায় রয়েছে অনুরাগীরা।

Related Articles