৫২ বছর বয়সে মা হতে চান দোলন, মনের সুপ্ত বাসনা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
টালিপাড়ার অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী হলেন দোলন রায় এবং দীপঙ্কর দে

টালিপাড়ার অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী হলেন দোলন রায় এবং দীপঙ্কর দে। বহু বছরে সম্পর্ক এই দুই অভিনেতা অভিনেত্রীর। বিদেশে নাটক করতে গিয়ে বন্ধুত্ব হয় এই দুজনের। সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের দিকে গড়ায়। দীর্ঘ ১৬ বছর একসাথে লিভ ইন করেছেন এই জুটি। এরপর ২০২০ সালে আইনি মতে বিয়ে সারেন এই দম্পতি।
৩০ বছরের সম্পর্ক দোলন রায় ও দীপঙ্কর দে-এর। দীর্ঘ এত বছরের সম্পর্কের মধ্যেও দোলন রায়ের মনে একটি আক্ষেপ রয়েই গিয়েছে। সেই আক্ষেপ তিনি বহন করে চলেছেন এখনো। আক্ষেপ না বলে সেটিকে অভিনেত্রীর মনের সুপ্ত ঈচ্ছে বলা যায়। সম্প্রতি একটি রিয়্যালিটি শো তে এসে দোলন রায় নিজের মনের সেই সুপ্ত বাসনার কথা বললেন দর্শকদের উদ্দেশ্যে।
জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘অপুর সংসার’। এই শো এর সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এই শো তে অতিথি হিসেবে এসেছিলেন দোলন রায় এবং দীপঙ্কর দে। সেখানেই শাশ্বতকে অভিনেত্রী জানান যে, “আমার খুব ইচ্ছে হয় মেয়ের মা হতে। আমি নিজে মায়ের খুব কাছের। এখন আমার মায়ের বয়স হয়ে গিয়েছে। সব কিছু তো আর ভাগ করা যায় না। মেয়ে থাকলে বেশ বন্ধুর মতো মিশতাম। মনের সব কথা ভাগ করে নিতাম। আমি মা হলে বেশ বন্ধুর মতো হতাম।”
নিজের মনের এই সুপ্ত বাসনার কথা বলতে গিয়ে কিছুটা চোখ ছল ছল করে উঠেছিল দোলনের। এটা ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। দোলনের পাশে বসে ছিলেন দীপঙ্কর। দোলনার মুখে এমন কথা শুনে তিনি খানিকক্ষণ চুপ করে গিয়েছিলেন। যদিও পরিবেশ স্বাভাবিক করতে শাশ্বত কথার বিষয়টিকে পরিবর্তন করে। দীপঙ্কর দে-র উদ্দেশ্যে শাশ্বত প্রশ্ন করেন যে, অভিনেতা থেকে নেতা হওয়ার ইচ্ছা কি কখনও হয়েছিল দীপঙ্করের? এই প্রশ্নের উত্তরে দীপঙ্কর স্পষ্ট বলেন যে, “আমার বেশ ভাল লাগে রাজ্যসভা। পার্লামেন্ট নয়। আর ফিল্মের যাঁরা পার্লামেন্টের সদস্য হয়েছেন, তাঁদের কেরিয়ারের সর্বনাশ হয়ে গিয়েছে। তবে রাজ্যসভায় কেউ ডাকলে যেতে পারতাম। তবে কেউ বলেনি, তাই আমি যাইওনি।”