×

বন্ধ হয়ে যাচ্ছে ‘মিঠাই’? অবশেষে সত্যিটা সামনে আনলেন ধারাবাহিকের পরিচালক

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক মিঠাই

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক মিঠাই (Mithai)। শুরু থেকেই এই ধারাবাহিক আপামর বাংলার জনতার মন জয় করে নিয়েছে। প্রায় দু’বছর ধরে সগর্বে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। এখনো পর্যন্ত সব থেকে পুরনো ধারাবাহিক গুলির মধ্যে এটি অন্যতম। এক সময় টানা ৩৪ সপ্তাহ টিআরপি তালিকার প্রথম স্থানে থেকে বেঙ্গল টপার ধারাবাহিকের তকমা জিতে নিয়েছিল এই ধারাবাহিক। যদিও এরপরে গল্পের স্লট চেঞ্জ হলে টিআরপির কিছু পরিবর্তন ঘটে। তবে টিআরপি যাই থাকুক না কেন বাংলার দর্শকদের কাছে মিঠাই এখনো সেরার সেরা।

তবে সব কিছুরই একটা শেষ থাকে। সেই মত এই ধারাবাহিকও একদিন শেষ হবে। বহুদিন ধরেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই ধারাবাহিক ইতি টানতে চলেছে। তবে কবে দেখানো হবে মিঠাইয়ের অন্তিম পর্ব সেই ব্যাপারে এতদিন কিছু জানা যায়নি। তবে সম্প্রতি স্টুডিও পাড়াতে জোর গুঞ্জন এপ্রিল মাসেই নাকি শেষ হয়ে যাবে মিঠাই। বেশ কিছু ফেসবুক গ্রুপ থেকে জানা যাচ্ছে মিঠাইয়ের অন্তিম সম্প্রচারের দিনক্ষণ। গ্রুপ গুলির মতে এপ্রিল মাসের ২৩ তারিখ নাকি শেষবারের মতো টিভির পর্দায় দেখা যাবে মিঠাই কে।

মিঠাইয়ের অন্তিম সম্প্রচারের দিন নিয়ে বিভিন্ন ফ্যান পেজগুলিতে তুমুল আলোচনা শুরু হয়েছে। মিঠাইকে আর দেখতে পাবে না ভেবে মন খারাপ মিঠাই অনুরাগীদের। ই ধারাবাহিক শুরু হওয়ার পর দেখতে দেখতে কবে যে দু’বছর পেরিয়ে গিয়েছেন তা বোঝা যায়নি। তবে অনুরাগীরা চাইছে না, এখনই বন্ধ হয়ে যাক মিঠাই। মিঠাই বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন বহুদিন ধরে চলছে। এতদিন এই ধারাবাহিকের কলাকুশলীরা এই ব্যাপারে মুখ না খুললেও সম্প্রতি এই ধারাবাহিকের পরিচালক এই বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন।

মিঠাই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার কাছে মিঠাই ধারাবাহিক বন্ধ হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন, “আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। চ্যানেল যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না।”

অতএব পরিচালকের কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মিঠাই ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে চ্যানেলের তরফ থেকে এখনো পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিচালক জানিয়েছেন এর আগেও ‘করুণাময়ী রানী রাসমণি’ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে করে সাড়ে তিন বছর অব্দি চালানো হয়েছে। তিনি আরো বলেন নতুন সিরিয়াল লঞ্চ হওয়ার কথা উঠলে সকলে মনে করে মিঠাই বন্ধ হয়ে যাবে।

Related Articles