বাড়ির ছাদে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ নাচ ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
বেশ কয়েক বছর আগের 'ডান্স বাংলা ডান্স জুনিয়র'-এর এক অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন দীপান্বিতা কুণ্ডু (Dipanwita Kundu)।

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)-এর নতুন সিজন। চলতি বছরে এই শো বারো (12th) নম্বর সিজনে পা ফেলেছে। গত ১৫ ফেব্রুয়ারি নতুন এই সিজন সম্প্রচারিত হওয়া শুরু হয়েছে। বরাবরের মতো এবারেও একাধিক দক্ষ প্রতিযোগী অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
এবারে প্রতিযোগীদের মধ্যে রয়েছে এক বড়ো চমক। বেশ কয়েক বছর আগের ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর এক অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন দীপান্বিতা কুণ্ডু (Dipanwita Kundu)। এই খুদে মেয়ে মিঠুন চক্রবর্তীর দেওয়া নাম ‘পান্তাভাতে কুণ্ডু’ হিসেবে পরিচিত হয়েছিলেন। এই সিজনে দীপান্বিতা আবার প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছেন।
কিশোরী দীপান্বিতা সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। নেটদুনিয়ায় যে অনেকেই নিজেদের ইচ্ছেমতো নিজেদের প্রতিভার বিকাশ করে থাকেন তা কারোরই অজানা নয়। এই তালিকাতে রয়েছেন দীপান্বিতাও। শৈশবে রিয়েলিটি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করলেও বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পরে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার নতুন করে পরিচিতি লাভ করেছেন। তাঁর ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৭৮.৮ হাজার, প্রায় প্রতিটি নাচের ভিডিওই ভাইরাল হয়ে থাকে।
এমনভাবেই গত বছর তাঁর চ্যানেল থেকে পোস্ট করা এক জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। এই ভিডিওতে দীপান্বিতা ‘জালিমা কোকোকোলা পিলা দে’ (Zalima Cococola Pila De) গানে সবুজ ঘাগড়া, নীল ব্লাউজ, মানানসই গয়না পরে খোলা চুলে সুন্দর করে সেজে নাচ পরিবেশন করেছেন। খোলা আকাশের নীচে বাড়ির ছাদে করা এই নাচে তাঁর প্রাণবন্ত স্টেপস ও দুর্দান্ত এক্সপ্রেশন সকলকে মুগ্ধ করেছে। এই ভিডিওটির ভিউজ ৫ লাখ ৭৫ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে, কমেন্ট বক্সে নেটিজেনরা দীপান্বিতার নাচের ভূয়সী প্রশংসা করেছেন।