×

‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চে সুপারহিট হিন্দি গানে দুর্দান্ত নাচ ”পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতার, ভাইরাল ভিডিও

'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে সবুজ পোশাক পরে সুন্দর করে সেজে এই গানের সঙ্গে তিনি পরিবেশন করেছেন কথক নাচ।

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)-এর নতুন সিজন। চলতি বছরে এই শো বারো (12th) নম্বর সিজনে পা ফেলেছে। গত ১৫ ফেব্রুয়ারি নতুন এই সিজন সম্প্রচারিত হ‌ওয়া শুরু হয়েছে। বরাবরের মতো এবারেও একাধিক দক্ষ প্রতিযোগী অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যেই তাঁরা নিজেদের দক্ষতা ও একের পর এক দারুণ পারফরম্যান্স করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শোয়ের সাম্প্রতিক এই সিজনে বিচারকের আসনে আছেন টলিউড ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) ও শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) এবং বলিউড ইন্ড্রাস্টির সুপরিচিত তারকা মৌনী রায় (Mouni Roy)। সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।

এই সিজনে দীর্ঘ ১০ বছর পরে আবার‌ও ‘মহাগুরু’ হিসেবে ফিরে এসেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এছাড়াও, এবারে প্রতিযোগীদের মধ্যেও রয়েছে এক বড়ো চমক। বেশ কয়েক বছর আগের ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর এক অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন দীপান্বিতা কুণ্ডু (Dipanwita Kundu)। এই খুদে মেয়ে মিঠুন চক্রবর্তীর দেওয়া নাম ‘পান্তাভাতে কুণ্ডু’ হিসেবে পরিচিত হয়েছিলেন।

এই সিজনে দীপান্বিতা আবার প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছেন। সম্প্রতি জনপ্রিয় হিন্দি গান ‘মার ডালা’-র সঙ্গে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স করে সকলকে মুগ্ধ করে দিয়েছে। ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে সবুজ পোশাক পরে সুন্দর করে সেজে এই গানের সঙ্গে তিনি পরিবেশন করেছেন কথক নাচ। বিচারকদের প্রশংসা কুড়িয়ে নেওয়ার পাশাপাশি তাঁর নাচের কিছু অংশের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ৬৯ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন ও দীপান্বিতার নাচের ভূয়সী প্রশংসা করেছেন।

Related Articles