×

জনপ্রিয় হিন্দি গানে অসাধারণ নাচ ‘পান্তা ভাতের কুণ্ডু’ দীপান্বিতার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাংলার উঠতি নৃত্য শিল্পীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মুখ দীপান্বিতা কুন্ডু। ২০১২ সালে ডান্স বাংলা ডান্স জুনিয়রের চ্যাম্পিয়ন হয়েছিলেন দীপান্বিতা।

বাংলার উঠতি নৃত্য শিল্পীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মুখ দীপান্বিতা কুন্ডু। ২০১২ সালে ডান্স বাংলা ডান্স জুনিয়রের চ্যাম্পিয়ন হয়েছিলেন দীপান্বিতা। মহাগুরু মিঠুন চক্রবর্তী দীপান্বিতা কে ভালোবেসে তার নাম রেখেছিলেন ‘পান্তা ভাতের কুন্ডু’। ছোট্ট একরত্তি মেয়ে সেই সময় তার এক্সপ্রেশন দিয়ে মন জয় করেছিল গোটা বাংলার মানুষের। যদিও ডান্স বাংলা ডান্সের পর আর সেভাবে দেখা মেলেনি দীপান্বিতার। তবে বেশ কিছু বছর পর আবার দীপান্বিতার দেখা মেলে ইউটিউবে (youtube) এ।

দীপান্বিতার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেল থেকে দীপান্বিতা মাঝেমধ্যেই তার নাচের ভিডিও আপলোড করে থাকেন। সম্প্রতি সেই চ্যানেল থেকে দীপান্বিতার একটি নাচের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ভিডিওটিতে দেখা গিয়েছে সুন্দর অঙ্গী ভঙ্গিমায় জনপ্রিয় হিন্দি গান ‘Hai Chaka chak’ গানে একটি বাড়ির ছাদের উপর নাচ করছে দীপান্বিতা। দীপান্বিতা পরনে ছিল সবুজ রঙের শাড়ি ও গোলাপি রঙের ব্লাউজ। তার সাথে খোলা চুল ও হালকা মেকআপ।

দীপান্বিতার ইউটিউব চ্যানেলের নাম ‘Dipanwita Kundu’। সেই চ্যানেল থেকে দীপান্বিতা তার নাচের সব ভিডিও আপলোড করে থাকে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিও এই চ্যানেল থেকেই আপলোড করা হয়েছে প্রায় এক বছর আগে। ভিউজ বাড়তে বাড়তে সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এখনো পর্যন্ত ৪৩৮ হাজার মানুষ দেখে ফেলেছে ভিডিওটি এবং ভিডিওটিতে লাইকের সংখ্যা ১৬ হাজার। এছাড়া ভিডিওটির কমেন্ট সেকশন ভরে গিয়েছে নেটিজেনদের নানান প্রশংসা সূচক মন্তব্যে।

উল্লেখ্য, সম্প্রতি জি বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে আবার প্রতিযোগী হিসেবে ফিরেছে দীপান্বিতা কুন্ডু। প্রায় ১০ বছর পর দীপান্বিতা কে ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেখে খুশি আপামর জনতা। শুধু তাই নয় ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারকের স্থানে এবার রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তিনিও প্রায় ১০ বছর পর আবার এই জায়গায় ফিরেছেন। এছাড়া ডান্স বাংলা ডান্সে এবার বিচারকের সানে রয়েছে বনি ডান্স কুইন মৌনি রয়। সব মিলিয়ে ডান্স বাংলা ডান্সের এবারের সিজন জমজমাট। দীপান্বিতা নাচ দেখার জন্য প্রতি শনি ও রবি রাত সাড়ে নয়টায় চোখ রাখুন জি বাংলার পর্দায়।

Related Articles