×

বাড়ির ছাদে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ ‘পান্তা ভাতের কুণ্ডু’ দীপান্বিতার, ভাইরাল ভিডিও

বাড়ির খোলা ছাদে জনপ্রিয় হিন্দি গানের তালে অসাধারণ নাচ করলেন পান্তা ভাতের কুণ্ডু দীপান্বিতা।

বাংলার উঠতি নৃত্য শিল্পীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মুখ দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu)। ২০১২ সালে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’এর চ্যাম্পিয়ন হয়েছিলেন দীপান্বিতা। মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) দীপান্বিতা কে ভালোবেসে তার নাম রেখেছিলেন ‘পান্তা ভাতের কুন্ডু’। ছোট্ট একরত্তি মেয়ে সেই সময় তার নাচ ও অসাধারণ এক্সপ্রেশন দিয়ে মন জয় করেছিল গোটা বাংলার মানুষের। যদিও ডান্স বাংলা ডান্সের পর আর সেভাবে দেখা মেলেনি দীপান্বিতার। তবে বেশ কিছু বছর পর আবার দীপান্বিতার দেখা মেলে ইউটিউবে (youtube)।

দীপান্বিতার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেল থেকে দীপান্বিতা মাঝেমধ্যেই তার নাচের ভিডিও আপলোড করে থাকেন। সম্প্রতি সেই চ্যানেল থেকে দীপান্বিতার একটি নাচের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওটিতে দেখা গিয়েছে সুন্দর অঙ্গী ভঙ্গিমায় জনপ্রিয় হিন্দি গান ‘Barso re’ গানে বাড়ির ছাদের উপর নাচ করছে দীপান্বিতা। দীপান্বিতা পরনে ছিল কালো রঙের শাড়ি ও অফ হোয়াইট রঙের ব্লাউজ। তার সাথে খোলা চুলে বেশ মিষ্টি দেখাচ্ছিলো দীপান্বিতা কে। তবে দীপান্বিতা সেভাবে করো মেকআপ করেনি।

দীপান্বিতার ইউটিউব চ্যানেলের নাম ‘Dipanwita Kundu’। সেই চ্যানেল থেকে দীপান্বিতা তার নাচের সব ভিডিও আপলোড করে থাকে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিও একটি শর্ট ভিডিও। অর্থাৎ তার নাচের কিছুটা অংশই এই ভিডিওটিতে দেখা গিয়েছে। ৮৪০ হাজার মানুষ এখনো পর্যন্ত দেখে ফেলেছে এই ভিডিওটি। ৪২ হাজার মানুষ ভিডিওটিকে লাইক করেছেন। এছাড়া ৩০০ এর বেশি কমেন্ট পড়েছে ভিডিওটির কমেন্ট সেকশনে। ভিডিওটির কমেন্ট সেকশন ভরে উঠেছে নেটজনদের নানান প্রশংসা সূচক মন্তব্যে।

উল্লেখ্য, সম্প্রতি জি বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে আবার প্রতিযোগী হিসেবে ফিরেছেন দীপান্বিতা। প্রায় ১০ বছর পর দীপান্বিতা কে ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেখে খুশি গোটা বাংলার মানুষ। শুধু তাই নয় ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারকের স্থানে এবার রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তিনিও প্রায় ১০ বছর পর আবার এই জায়গায় ফিরেছেন। এছাড়া ডান্স বাংলা ডান্সে এবার বিচারকের স্থানে রয়েছে বলি ডান্স কুইন মৌনি রায় (Mouni Roy)। যদিও কয়েক সপ্তাহ ধরে যদিও মৌনি রায়ের জায়গায় জাজ হিসেবে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। সব মিলিয়ে ডান্স বাংলা ডান্সের এবারের সিজন জমজমাট। দীপান্বিতা নাচ দেখার জন্য প্রতি শনি ও রবি রাত সাড়ে নয়টায় চোখ রাখুন জি বাংলার পর্দায়।

Related Articles