বাড়ির ছাদে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ ‘পান্তা ভাতের কুণ্ডু’ দীপান্বিতার, ভাইরাল ভিডিও
'আমার ভিনদেশী তারা' গানের তালে অসাধারণ ভঙ্গিমায় নাচ করলেন দীপান্বিতা।

ইন্টারনেটের (Internet) এই যুগে সোশ্যাল মিডিয়া (Social Media) এক শ্রেণীর মানুষের কাছে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। পাশাপাশি আরেক শ্রেণীর মানুষের কাছে সোশ্যাল মিডিয়া নিজস্ব প্রতিভা বিকাশের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যে কেউ এখন নিজের যে কোনো প্রতিভার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যখন খুশি পোস্ট করতে পারেন।
ইন্টারনেটের সহজলভ্যতাকে ব্যবহার করে এইভাবে নিজের প্রতিভা খুব সহজেই সকলের কাছে পৌঁছে দেওয়া যায়। কারোর পোস্ট করা কনটেন্ট অর্থাৎ ভিডিও যদি নেটিজেনদের পছন্দ হয় তবে তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া সেইসব ভিডিওতে যাঁদের প্রতিভা নেটিজেনদের মন জয় করে তাঁরাও রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন।
বেশ কয়েক বছর আগের জনপ্রিয় এক শিশুশিল্পী এমনভাবেই আবারও নতুন করে নেটদুনিয়াতে পরিচিতি লাভ করেছেন। বিগত সিজনে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর (Dance Bangla Dance Junior) বিখ্যাত প্রতিযোগী ছিলেন দীপান্বিতা কুণ্ডু (Dipanwati Kundu)। ছোট্ট এই মেয়েটি অত কম বয়সে দারুণ এক্সপ্রেশন দিয়ে দক্ষ নাচ পরিবেশন করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর পাকা পাকা দুষ্টু-মিষ্টি কথোপকথন ও মহাগুরুর দেওয়া নামে ‘পান্তাভাতে কুণ্ডু’ পরিচিত হয়েছিলেন ছোট্ট এই প্রতিযোগিনী।
কৈশোরে পা দেওয়ার পর ইউটিউবে আবারও জনপ্রিয় হয়ে অর্জন দীপান্বিতা কুণ্ডু। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাম্প্রতিক সাবস্ক্রাইবার সংখ্যা (Dipanwati Kundu) ৬৬.৪ হাজার। সম্প্রতি ‘আমার ভিনদেশী তারা’ গানের সঙ্গে তাঁর নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। আলোর চেন দিয়ে সাজানো বাড়ির ছাদে সোনালী নকশাদার কালো টপ ও সোনালী প্যান্ট পরে চুলে মেসি বান করে কালো টিপ ও মানানসই মেকআপে সেজে তিনি এই ভিডিওটি রেকর্ড করেছেন। দুর্দান্ত স্টেপস, প্রাণবন্ত নাচ ও দুর্ধর্ষ এক্সপ্রেশনের মাধ্যমে তিনি নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। ২ বছর আগে পোস্ট করা দীপান্বিতার নাচের এই ভিডিওটি ইতিমধ্যেই ৩ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ দেখে নিয়েছেন ও কমেন্ট বক্সে তাঁর ভূয়সী প্রশংসা করা হয়েছে।