প্রকাশ্য মঞ্চে দুর্দান্ত নেচে তাক লাগালেন ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতা, প্রশংসায় পঞ্চমুখ মিঠুন চক্রবর্তী
শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জি ও মৌনি রায়ের সামনে মঞ্চে দাঁড়িয়ে 'ও মেরে রাজকুমার' গানেতে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

‘পান্তাভাতের কুণ্ডু’ এই নামটি কিছু বছর আগে বাঙালির ঘরে ঘরে চর্চিত ছিল। বিশেষ করে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের দর্শকদের মুখে বেশি করে শোনা যেত। মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakroborty) তাঁকে ভালোবেসে নামটি দিয়েছিলেন। প্রায় ১২ বছর পরে ‘পান্তাভাতের কুণ্ডু’ জি বাংলা চ্যানেলে ফিরে আসায় আবারও চর্চায় দীপান্বিতার নাম।
বহু বছর আগে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বহরমপুরের ৪-৫ বছর বয়সী এক ছোট্ট খুদে চোখ-মুখের অসাধারণ ভঙ্গিমার দৌলতে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ (Dance Bangla Dance Junior)-এর দর্শকদের মনে অনেকটা স্থান দখল করে নিয়েছিল। সেই খুদে ‘দীপান্বিতা কুণ্ডু’ (Dipanwita Kundu) আজ বয়সে বেশ বড়ো হয়ে গেছে। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করার মাধ্যমে খুব সুন্দর নৃত্য পরিবেশন করে।
নতুন অবতারে দর্শকদের কাছে ধরা দেওয়ার পরে দীপান্বিতা কিন্তু আর ইউটিউব চ্যানেল পর্যন্তই থেমে থাকেনি। এবার হাজির হয়েছেন ‘ডান্স বাংলা ডান্স সিজন ১২’ (Dance Bangla Dance 12)-এর মঞ্চে। সম্প্রতি জি বাংলা চ্যানেলের ফেসবুক পেজ থেকে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওটিতে দীপান্বিতাকে বিচারকের আসনে উপস্থিত থাকা শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জি ও মৌনি রায়ের সামনে মঞ্চে দাঁড়িয়ে ‘ও মেরে রাজকুমার’ গানেতে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।
প্রোমো ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে। দীপান্বিতার পারফরম্যান্স দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছেন নেটিজেনরা। দীপান্বিতার সাজও দর্শকদের সফলভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটিতে দেখা যায়, দীপান্বিতা কমলা রঙের লেয়ার যুক্ত লং আনারকলি ফ্রক বেশ মানানসই ভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পরেছেন। তাঁর মাথায় খুব সুন্দরভাবে বাঁধা ও ফুলে সজ্জিত খোঁপা পোশাকের সঙ্গে দারুণ মানিয়েছে। একইসঙ্গে গয়নারূপে গলায় স্টোন গ্রথিত নেকলেস, মাথার টিকলি ও হাতের বালা তাঁর সাজে পূর্ণতা দিয়েছে। সবমিলিয়ে তাঁর উপস্থিতি মাতিয়ে দেয় ‘ডান্স বাংলা ডান্স’ -এর মঞ্চের বিচারক ও দর্শকদের।