১০ বছর পর ‘ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে ফিরে এল ‘পান্তা ভাতের কুণ্ডু’ দীপান্বিতা, ভিডিও ভাইরাল
২০১২ সালে ডান্স বাংলা ডান্সের ক্ষুদে প্রতিযোগী ১০ বছর পর আবার ফিরেছে ডান্স বাংলা ডান্সের মঞ্চে।

‘জি বাংলা’র (Zee Bangla) জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। গত ১১ ই ফেব্রুয়ারি থেকে নতুন সিজন ১২ শুরু হয়েছে ‘ডান্স বাংলা ডান্সে’র। এবারের ডান্স বাংলা ডান্স সিজন ১২ একের পর এক চমকে ভরপুর। কোন বাংলা রিয়ালিটি শো তে এই প্রথমবার বিচারকের স্থানে দেখা গেল বলিউড অভিনেত্রী ও ডান্সার মৌনি রায় (Mouni Roy) কে। যদিও এর আগে বিশেষ অতিথি হিসেবে বেশ কয়েকবার মৌনি রায় (Mouni Roy) এসেছেন ডান্স বাংলা ডান্সের মঞ্চে, কিন্তু বিচারক হিসেবে এই প্রথম।
এছাড়া আরো বেশ কিছু চমক রয়েছে এই সিজনে। প্রায় দশ বছর পর ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারকের আসনে দেখানো যাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। এছাড়া বিচারকের আসনে আরো দুজন রয়েছে। তাঁরা হলেন টলি কুইন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) ও শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। এছাড়াও সঞ্চালকের ভূমিকা রয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সব মিলিয়ে এবারের সিজন হতে চলেছে খুবই স্পেশাল।
তবে সবথেকে বড় চমক এবার অন্য কিছু। ২০১২ সালে ডান্স বাংলা ডান্সের ক্ষুদে প্রতিযোগী ১০ বছর পর আবার ফিরেছে ডান্স বাংলা ডান্সের মঞ্চে। ২০১২ সালে সে বিজয়ী হয়েছিল সে ডান্স বাংলা ডান্সে। আন্দাজ করতে পারছেন কি কার কথা বলছি? মহাগুরু মিঠুন চক্রবর্তী তার নাম দিয়েছিলেন ‘পান্তা ভাতের কুন্ডু’। হ্যাঁ ঠিকই ধরেছেন। সেই ‘পান্তা ভাতের কুন্ডু। যার আসল নাম দীপান্বিতা কুন্ডু (Dipannita Kundu)। গত সপ্তাহের এপিসোড দীপান্বিতার মঞ্চে প্রবেশে আবেগপ্রবণ হয়ে পড়েন মহাগুরু। সম্প্রতি সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাস হয়েছে সোশ্যাল মাধ্যমে।
জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডান্স বাংলা ডান্সের সেই মুহূর্তের ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিও শুরুতেই দেখা যায় মঞ্চে প্রবেশ করে দীপান্বিতা। এরপর মহাগুরু বেশ কিছুক্ষণ তাঁকে ভালো করে দেখে। দীপান্বিতা মহাগুরুর দিকে তাকিয়ে হাসতেই মহাগুরু বুঝে যান যে সে সেই ছোট্ট ‘পান্তা ভাতের কুন্ডু’। দীপান্বিতা কে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে মিঠুন চক্রবর্তী। তাঁর চোখের কোনে জল জমতেও দেখা যায়। এরপর মহাগুরু ১০ বছর আগের কিছু কথা শেয়ার করেন সকলের উদ্দেশ্যে। দীপান্বিতা দৌড়ে মহাগুরুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। নাচ, গান, আবেগ সব মিলিয়ে এবারের ‘ডান্স বাংলা ডান্স সিজন ১২’ একেবারে জমজমাট।