প্রকাশ্য মঞ্চে শ্রীদেবীর গানে দুর্দান্ত নেচে শ্রদ্ধার্ঘ্য জানালেন দীপান্বিতা কুন্ডু, ভাইরাল ভিডিও
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীকে (Sridevi) শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে বিশেষ গানে নৃত্য পরিবেশন করল দীপান্বিতা কুণ্ডু (Dipanwita Kundu)।

নাচে ও গানে জমে উঠল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)-এর মঞ্চ। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীকে (Sridevi) শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে বিশেষ গানে নৃত্য পরিবেশন করল দীপান্বিতা কুণ্ডু (Dipanwita Kundu)। দীপান্বিতার সঙ্গে মঞ্চে তাল মিলিয়ে নাচতে দেখা গেল মহাগুরু মিঠুন চক্রবর্তীকেও (Mthun Chakraborty)।
‘ডান্স বাংলা ডান্স’-এর চলতি সিজনে প্রতিযোগী হয়ে অংশগ্রহণ করেছে ‘পান্তাভাতের’ কুণ্ডু ওরফে দীপান্বিতা। মাত্র ৪ বছর বয়সে ২০০৭ সালে ‘ডান্স বাংলা ডান্স’-এ অংশগ্রহণ করেছিল দীপান্বিতা। সেই সময়ে খুদে দীপান্বিতা বিজেতা হয়নি ঠিকই, কিন্তু সবার মন জয় করে নিয়েছিল। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মেয়ে দীপান্বিতা ‘বাংলা আমার সর্ষে ইলিশ’ গানেতে নেচে তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। আর তখন থেকেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিল ছোট্ট দীপান্বিতা কুণ্ডু।
এবারে আবার দীপান্বিতা ‘ডান্স বাংলা ডান্স’-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করার পরেও প্রশংসা পায় সবার কাছে। সম্প্রতি এই শোয়ের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। ক্লিপটিতে দেখা যায় শ্রীদেবী ও মিঠুনের ‘ম্যা নাচু তো বান্সি বাজা’ (Main Nachu To Bansi Baja) গানে নৃত্য পরিবেশন করেছে দীপান্বিতা। এই গানটি গেয়েছিলেন গায়ক কিশোর কুমার ও গায়িকা আশা ভোঁসলে।
ভিডিওটির মূল আকর্ষণ হল মহাগুরুর বাঁশি বাজানোর দৃশ্যটি। প্রথমে তাঁকে দীপান্বিতার সঙ্গে নাচের তালে কোমর দোলাতে দেখা যায়। তারপরে, দীপান্বিতা নাচতে শুরু করলে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে বাঁশি বাজাতেও দেখা যায়। মহাগুরুকে বাঁশি বাজাতে দেখে আনন্দে মেতে উঠতে দেখা গেল সবাইকে। সবমিলিয়ে নাচেগানে জমজমাট পরিবেশ দেখা গেল মঞ্চে। ভিডিওটি পোস্ট করা হয়েছে জি বাংলা চ্যানেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার লাইক পেয়ে গেছে ভিডিওটি।