লিফটের মধ্যে অঞ্জনা সিংয়ের সাথে রোমান্সে মাতলেন নিরহুয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
বলিউডের পাশাপাশি বেশ কিছু আঞ্চলিক সিনেমা ইন্ডাস্ট্রিও বর্তমানে ফুলে ফেঁপে উঠছে। সেরকমভাবেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিও দর্শকমাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে।

বলিউডের পাশাপাশি বেশ কিছু আঞ্চলিক সিনেমা ইন্ডাস্ট্রিও বর্তমানে ফুলে ফেঁপে উঠছে। সেরকমভাবেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিও দর্শকমাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। আগে ভোজপুরি সিনেমাকে সেভাবে কেউ না দেখলেও বর্তমানে এর চাহিদা ব্যাপক পরিমাণে বেড়েছে। যা ইউটিউবে ভাইরাল হওয়া বিভিন্ন ভোজপুরি সিনেমার গান অথবা ভিডিও ক্লিপের ভিউজ দেখলেই বোঝা যায়। আর এরই সাথে বেড়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা তারকাদের জনপ্রিয়তাও।
যারা কমবেশি ভোজপুরি সিনেমা দেখেন তারা অবশ্যই অভিনেতা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav)-কে চেনেন। অভিনেতার নাম দীনেশ লাল যাদব হলেও বেশিরভাগ মানুষ তাঁকে নিরাহুয়া নামেই চেনেন। তিনি একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির বড় মাপের অভিনেতা। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তা এতটাই পরিমাণে যে তাঁর কোনো সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই তা নিমেষের মধ্যে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। এর পাশাপাশি তাঁর পুরোনো গানগুলিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়।
তাঁর অভিনীত একটি জনপ্রিয় ভোজপুরি সিনেমা হল ‘জিগর’। সম্প্রতি এই সিনেমার একটি ভিডিও ক্লিপ সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ভাইরাল ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে অভিনেতা নিরাহুয়া এবং জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী অঞ্জনা সিং (Anjana Singh) একটি রোমান্টিক দৃশ্য অভিনয় করছেন। ভিডিওটির শুরুতে দেখা যায় অভিনেত্রী অঞ্জনা সিং একটি শপিং মল থেকে নিজের জন্য কিছু ড্রেস কিনছেন। আর অভিনেত্রীকে খুঁজতে খুঁজতে সেখানে হাজির হন অভিনেতা নিরাহুয়া।
খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পর অভিনেতার নজর পরে অঞ্জনার ওপর। তিনি অভিনেত্রীকে শপিংমলের একটি লিফটের মধ্যে খুঁজে পান। আর অভিনেত্রীকে দেখতে পেয়ে ধীরে ধীরে তাঁর দিকে এগোতে থাকেন অভিনেতা নিরাহুয়া এবং একসময় অভিনেত্রীকে শক্ত করে জড়িয়ে ধরেন তিনি। এই ভিডিও ক্লিপটি যথেষ্ট পুরোনো হলেও নতুন করে ভাইরাল হয়েছে সমস্ত নেট দুনিয়ার পাতায়। ইতিমধ্যে ভিডিওটির ভিউজ পেরিয়েছে লক্ষাধিক। আর দুই তারকার উষ্ণতায় ভরা এই দৃশ্য অনুভব করেছেন তাঁদের অগণিত ভক্তের দল।