Didi No 1 : ‘দিদি নং ১’-এর মঞ্চে মিঠাইয়ের মেয়ের সঙ্গে খুনসুটিতে মাতলেন রচনা ব্যানার্জি, ভাইরাল ভিডিও
জি বাংলার (Zee Bangla) 'মিঠাই' (Mithai) ধারাবাহিক পশ্চিমবঙ্গের এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক।

Didi No 1 : জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক পশ্চিমবঙ্গের এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। এই বিষয়টি কারোরই অজানা নয় যে আদিত্য আগরওয়ালের ষড়যন্ত্রের শিকার হয়ে মোদক বাড়ির চোখের মণি মিঠাই এক গোডাউনের ভেতর আগুনে পুড়ে মারা যায়। তবে সকলের ধারণা ভুল প্রমাণ করে গল্প কয়েক বছর এগিয়ে যাওয়ার পর ধারাবাহিকে হঠাৎ করে ফিরে আসে মিঠাই।
অগ্নিকাণ্ডে মিঠাই মারা যায়নি দেখে সকলেই খুশি হয়েছেন, কিন্তু মিঠাইয়ের সমস্ত স্মৃতি লোপ পেয়েছে। গত কয়েক বছর কিছু মনে করতে না পেরে নিজের ছোট মেয়ে মিষ্টিকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে অসহায়ভাবে তার দিন কাটছিল। নানারকম ঘটনার পর অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সিডের সঙ্গে মিঠাইয়ের দেখা হয়েছে, এমনকি নিজের মিঠাইরানীকে আবারও মনোহরায় ফিরিয়ে নিয়ে এসেছে সিড। ধীরে ধীরে মিঠাইয়ের আগের কথা মনে পড়ছে।
নানারকম ঘটনার মাঝে সিড-মিঠাইয়ের মেয়ে ‘মিষ্টি’-র চরিত্রে সকলের মন জয় করে নিয়েছে ছোট্ট অনুমেঘা কাহালী। ঠিক আগের সময়ের মিঠাইয়ের মতোই চালচলন তার, পাকা পাকা কথা বলে সে সকলকে মাতিয়ে রাখে। বাবাই ওরফে সিডের সঙ্গে তাঁর সম্পর্ক দর্শকদের ভীষণ পছন্দের। এবারে অনুমেঘাকে দেখা যেতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর (Didi No. 1) মঞ্চে।
Didi No 1 latest Video
View this post on Instagram
জি বাংলা চ্যানেলের তরফে প্রকাশিত এক প্রোমোতে দেখা গিয়েছে নিজের মায়ের সঙ্গে শো-তে উপস্থিত হয়েছে অনুমেঘা। সঞ্চালিকা রচনা ব্যানার্জী জানতে চান সে ডায়লগ কী করে মুখস্থ করে। অনুমেঘা জবাবে নিজের ভঙ্গীতে বলে, “একটা মানুষ যদি এইভাবে কথা বলতে পারে তাহলে ডায়লগও মুখস্থ হয়ে যাবে।” তাঁর এমন পাকা কথা শুনে রচনা রীতিমতো অবাক হয়ে বলে ওঠেন, “এ কী জিনিস!” নেটিজেনরা খুদে অনুমেঘাকে মিঠাইয়ের একদম ‘কপি-পেস্ট’ বলে সম্বোধন করেছেন।