Soumitrisha- Dibyojyoti : চুপিচুপি প্রেম করছেন মিঠাই-সূর্য! সৌমিতৃষাকে নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন দিব্যজ্যোতি
টেলি পাড়ায় সম্প্রতি গুঞ্জন রটেছে যে, 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের ডাক্তারবাবু তথা দিব্যজ্যোতি দত্ত এবং 'মিঠাই' ধারাবাহিকের সৌমিতৃষা কুণ্ডু প্রেম অধ্যায়ে মেতে উঠেছেন।

Soumitrisha- Dibyojyoti : বাংলা টেলিভিশন জগতে একাধিক ধারাবাহিক এসেছে, একাধিক ধারাবাহিক গেছে। গত বছর ধরে যে কয়েকটি ধারাবাহিক চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে, সেগুলোর মধ্যে ‘মিঠাই’ (Mithai) ও ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) অন্যতম। একটি ধারাবাহিক পূর্বে মাসের পর মাস টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে থাকতো, অপরটি বর্তমানে সেই স্থান ছিনিয়ে নিয়ে প্রথম স্থানে বিরাজ করছে।
Soumitrisha- Dibyojyoti :
‘মিঠাই’ ধারাবাহিকের দৌলতে বাংলার বুকে জনপ্রিয়তা পান সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) ও ‘আদৃত রায়’ (Adrit Roy)। অপরদিকে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের স্পর্শে বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)-এর নাম। ভিন্ন দুই চ্যানেলের অংশ হয়েও সম্প্রতি এই দুই ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রের নাম খবরের শিরোনামে।
এখানে পড়ুন : এবার বন্ধ হচ্ছে মিঠাই, ধারাবাহিকের শেষ সম্প্রচার কবে? মুখ খুললেন নায়িকা সৌমিতৃষা কুন্ডু
Soumitrisha- Dibyojyoti :
টেলি পাড়ায় সম্প্রতি গুঞ্জন রটেছে যে, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ডাক্তারবাবু তথা দিব্যজ্যোতি দত্ত এবং ‘মিঠাই’ ধারাবাহিকের সৌমিতৃষা কুণ্ডু প্রেম অধ্যায়ে মেতে উঠেছেন। দুইজনের মধ্যে কিছু বিষয়ে মিল লক্ষ্য করেছেন অনুরাগীরা। দুইজনকেই মাথায় তিলক এঁকে সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করতে দেখা যায়। দুইজনেই কৃষ্ণপ্রেমে লীন। এদিকে ‘ডাক্তারবাবু’র পা ভাঙার পরে ‘মিঠাই’ যথাক্রমে ফোন কল ও মেসেজ করে তাঁর খোঁজ নিয়েছেন বলে জানা গেছে।
Soumitrisha- Dibyojyoti :
এই প্রসঙ্গে দিব্যজ্যোতিকে প্রশ্ন করা হলে তিনি সমস্ত গুজব তুড়ি মেরে উড়িয়ে দেন। একগাল হেঁসে তিনি বলেন, “আমি আর কতজনের সঙ্গে প্রেম করবো? ঠিক কারা এই ভুয়ো খবরগুলো ছড়ায়? আর উত্তর দিতে পারছি না, ক্লান্ত হয়ে গেছি। আমার জীবনে এখন এসবের সময় নেই। বর্তমানে কাজই সব এবং এতেই মনোনিবেশ করতে চাই”। এদিকে পা ভাঙার প্রসঙ্গে সৌমিতৃষার খোঁজ নেওয়ার বিষয়টি তিনি নিজেই জানান।