×

রুক্মিণীকে ছেড়ে টলিউডের এই অভিনেত্রীর সঙ্গে মালা বদলালেন দেব! মুহূর্তে ভাইরাল ছবি

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার দেব (Dev) এবং এই ইন্ডাস্ট্রির প্রথম সারির জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার দেব (Dev) এবং এই ইন্ডাস্ট্রির প্রথম সারির জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। দেব ও রুক্মিণীর সম্পর্কের কথা কারোরই অজানা নয়। সম্পর্কের শুরুর দিন থেকেই তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে অকপট। এই দুই তারকা জুটি কখনোই তাঁদের সম্পর্কের কথা গোপন করেনি। বেশ অনেক বছরই হয়েছে তাঁদের সম্পর্কের। কিন্তু বিয়ের কথা উঠলে দেব বারবার এড়িয়ে গিয়েছেন। তাহলে কি রুক্মিণীকে বিয়ে করতে চান না দেব? দেব অনুরাগী এবং ইন্ডাস্ট্রির অন্যান্য সদস্যদের মনে বারবার এই একই প্রশ্ন জেগেছে। তবে সম্প্রতি দেবের করা একটি টুইট থেকে সমস্ত জল্পনার অবসান হয়েছে।

সম্প্রতিক দেব তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবি দেখে অবাক দেব ভক্তরা। সেই ছবিটিতে দেব কে বর বেশে দেখা গিয়েছে এবং দেখা গিয়েছে বিয়ের মালা হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। শুধু তাই নয় দেবের পাশে টলিউডের এক অন্য জনপ্রিয় নায়িকাকে দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছে সদ্যই যেন তাঁরা বিয়ে করতে চলেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল সেই নায়িকা রুক্মিণী নন।

দেবের পাশে যে নায়িকাকে দেখা গিয়েছে তিনি কে জানেন কি? টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। এই ছবি দেখে হাজার একটা মন্তব্যে ভরে গিয়েছে ছবিটির কমেন্ট সেকশন। তাহলে কি রুক্মিণীকে ছেড়ে কৌশানিকে বিয়ে করতে চলেছেন দেব? এমন একাধিক প্রশ্ন জমা হয়েছে দেব ভক্তদের মনে। কিন্তু এসব প্রশ্নের উত্তর দেব নিজেই দিয়েছেন। দেবের উত্তরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেব ভক্তরা। দেব জানিয়েছে একটি সিনেমার দৃশ্য এই ছবিটি।

কিছুদিন আগেই দেব ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছে বড় পর্দায়। দেব ও মিঠুন চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় দেখা যায় শ্বেতা ভট্টাচার্য ও মমতা শংকরকে। দেবের বিপরীতে প্রথমবার বড় পর্দায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য। বড় পর্দায় মুক্তি পাওয়ার পর এই সিনেমাটির একের পর এক রেকর্ড ভেঙেছে। ‘প্রজাপতি’র সাফল্যে দারুন খুশি দেব সহ এই সিনেমার সকল সদস্য। যদিও মিঠুন চক্রবর্তীর অভিনয় করায় বেশ কিছু সিনেমা হলে জায়গা পায়নি এই সিনেমাটি। তবুও এই সিনেমার সাফল্য আটকাতে পারেন কেউ।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

গত ১৫ই জানুয়ারি দেব সোশ্যাল মিডিয়া এই ছবি আপলোড করে তার ক্যাপশনে লিখেছেন, “আমি জানি, আমি জানি এই দৃশ্য ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাও… আপনারা কি গেস করতে পারছেন আমরা কাদের বিয়ের প্ল্যান করছি?” ‘প্রজাপতি’ সিনেমাটি ইতিমধ্যে যারা দেখে ফেলেছেন তাঁদের কারোরই বুঝতে অসুবিধা হয়নি যে দেব এবং কৌশানি মিলে আসলে মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর ওরফে গৌর এবং কুসুমের বিয়ের তোড়জোড় করছিল। এই সিনেমায় কুসুমের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন কৌশানি। সেদিক থেকে দেব ও কৌশানি ভাই-বোন হিসেবে অভিনয় করেছেন এই সিনেমাটিতে। বিয়ের দিনই ভাই বোনের দৃশ্যের এই ছবি শুট করা হয়েছিল। যদিও পরে তা মূল ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।

Related Articles