×

মধুমিতার ছবি ‘দিলখুশ’ নিয়ে এ কি বললেন দেব!

বর্তমানে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলমাত্র একটি গানের রব 'তোকে তোকে ভালোবাসবো ও সজনি'

বর্তমানে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলমাত্র একটি গানের রব ‘তোকে তোকে ভালোবাসবো ও সজনি’। বলা চলে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো ট্রেন্ড চলছে এই গানটিকে ঘিরে। সম্প্রতি বাঙালির Valentines Day অর্থাৎ সরস্বতী পুজো উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন প্রেমের ছবি ‘দিলখুশ’‌। তবে এই ছবিটিতে হাসি -মজা, বিরহ সবকিছু থাকলেও শুধুমাত্র নেই প্রেম। এই ছবিটিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন বয়সের মানুষের প্রেমের কাহিনী। আর সেসব চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ও অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, সোহম মজুমদার প্রমুখ অভিনেতারা।

মূলত এই সিনেমাটি তৈরি করা হয়েছে একটি ডেটিং অ্যাপ নিয়ে। আর যেই অ্যাপের নাম ‘দিলখুশ’। এতে মোট আটজন সঙ্গীহীন জুটিদের নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্পটি। এই অ্যাপটির মাধ্যমে কাছাকাছি এসেছেন ওই আটজন নিঃসঙ্গ জুটি। তবে দর্শকদের সবচেয়ে বেশি যেটি আকর্ষণ করেছে সেটি হল অনির্বাণ ভট্টাচার্যের কন্ঠ। আর অনির্বাণ যে টলিউডের কত বড় একজন প্রতিভাবান অভিনেতা সে সম্পর্কে প্রায় সকলেই অবগত।

যদিও সিনেমাটিতে অনেকগুলি চরিত্রের সংমিশ্রণ থাকার কারণে সেগুলো কি একসাথে বেঁধে রাখা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল সিনেমা নির্মাতাদের। তবে এ নিয়ে সিনেমাটির পরিচালক রাহুল মুখোপাধ্যায় বলেছেন, তারা বেশ সুন্দরভাবে কাজ করেছেন এই সিনেমায়। ঠিক যেভাবে দেবের অভিনীত ‘কিসমিস’ সিনেমায় করেছিলেন। তবে এবার কিসমিসের অভিনেতা দেবের মুখ থেকেও শোনা গেল ‘দিলখুশ’ সিনেমাটিকে নিয়ে মন্তব্য।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা দেব জানান, এই সিনেমার ট্রেলার দেখেই তাঁর মনে হয়েছিল যে এটি একটি মিষ্টি ও নরম গল্পের সিনেমা। এছাড়াও তিনি বলেন সিনেমায় অভিনয় করা সমস্ত তারকাই তাঁর অত্যন্ত কাছের মানুষ। এর পাশাপাশি সিনেমার গল্প থেকে শুরু করে পরিবেশনা, সমস্ত কিছুরই প্রশংসা করতে শোনা দিয়েছে দেবের মুখ থেকে। তবে সিনেমাটি যে দর্শকদের মনে কতটা জায়গায় দখল করতে পেরেছে সেটাই বর্তমানে দেখার মূল বিষয়।

Related Articles