রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে টলিউড নায়িকাদেরও হার মানাবে সোহমের স্ত্রী তনয়া, দেখুন ছবি
শিশুশিল্পী হিসেবে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।

যারা কম-বেশি বাংলা সিনেমা দেখেন তারা অনেকেই মাস্টার বিট্টুকে চেনেন। হরলিক্স খাওয়ার নাম শুনলে আজও যার কথা মাথায় আসে। কি এবার ধরতে পারছেন তো কার কথা বলা হচ্ছে এখানে? আজ্ঞে হ্যাঁ এই সেই বিট্টু যার, “দিদা আমাকে একটু হরলিক্স দাও না চেটে চেটে খাব” সংলাপটি আজও সকলের কাছে পরিচিত। আর এই সংলাপটির মালিক কিন্তু একজনই। সেই জায়গা এখনো কেউ দখল করতে পারেনি। ঠিকই ধরেছেন তিনি হলেন বর্তমানের জনপ্রিয় টলি তারকা অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।
এক সময় শিশুশিল্পী হিসেবে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তবে বর্তমানে তিনি টলিউডের এক প্রতিষ্ঠিত অভিনেতা ও তাঁর পাশাপাশি একজন সাংসদও। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছোট বউ’ সিনেমায় এক শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে যাত্রা শুরু হয় অভিনেতা সোহম চক্রবর্তীর। সে সময় তাঁর বয়স ছিল খুবই কম। পরবর্তীতে ‘চাঁদের বাড়ি’ সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় সোহমকে। এরপর তাঁর অভিনীত বাজিমাত বক্স অফিসে মুখ থুবড়ে পরে।
কিন্তু তা সত্ত্বেও হার মানেননি অভিনেতা। বাজিমাত ফ্লপ হওয়ার পর ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম আমার’ (Prem Amar) সিনেমাটি হয় বক্সঅফিসে চূড়ান্ত হিট। যা মারাত্মক বাণিজ্যিক সাফল্য লাভ করে। এরপর ‘অমানুষ’ সিনেমাটিতে তাঁর অভিনয়ের যথেষ্ট সুরাহা করা হয়। পরবর্তীতে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমাটিতেও দেখা মেলে তাঁর। যেখান থেকে তাঁর অভিনয় কেরিয়ার প্রতিষ্ঠিত হতে শুরু হয়। আর বর্তমানে তিনি বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তবে আজ আলোচনা করব অভিনেতা নয় বরং তাঁর স্ত্রীর সম্পর্কে।
অভিনয় কেরিয়ারে চূড়ান্ত সাফল্য অর্জনের পর ২০১২ সাল নাগাদ তিনি বিয়ে করেন তাঁর কলেজের বান্ধবী তনয়া পালকে। এরপর ২০১৬ সাল নাগাদ জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের। যেই ছেলের নাম রাখেন তারা সাঁঝ চক্রবর্তী। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার বাবা হন অভিনেতা। সৌন্দর্যতার দিক থেকে অভিনেতার স্ত্রী তনয়া যথেষ্ট সুন্দর হলেও কখনো দেখা যায়নি তাঁকে অভিনয়ের পর্দার। এমনকি কোনোরকম টলিউডের পার্টিতেও বিশেষ একটা দেখা মেলে না তাঁর। তবে অনেকে মনে করেন সৌন্দর্যতার দিক থেকে বড় বড় টলি অভিনেত্রীদের ১০ গোলে মাত দিতে পারবেন সোহম পত্নী তনয়া।