×

Deepika Padukone : খোলামেলা পোশাকে হট পোজ দিতে গিয়ে উপস মোমেন্টের শিকার দীপিকা পাড়ুকোন, ভাইরাল ভিডিও

সৌন্দর্য ও গ্ল্যামারের নিরিখে হলিউডের নায়িকাদেরও টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন দীপিকা পাড়ুকোন।

Deepika padukone : সৌন্দর্য ও গ্ল্যামারের নিরিখে হলিউডের নায়িকাদেরও টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে নিজের স্টাইল স্টেটমেন্টের দরুণ বহুবারই তাঁকে ‘উপস’ মোমেন্টের (Deepika Oops Moment) মুখে পড়তে হয়েছে। একারণে বহুবার কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। শুধু দেশীয় সিনেমার প্রচারে নয়, বিদেশী সিনেমার প্রচারের সময়েও তাঁকে ড্রেস স্টাইলিংয়ের কারণে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা গেছে।

Deepika Padukone :

Deepika Padukone

সম্প্রতি দীপিকার একটি ভিডিও ভাইরাল (Deepika Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। উক্ত ভিডিওটিতে দীপিকার পরণে ব্যাকলেস ও ডিপনেক বিশিষ্ট সোনালি রঙের সিকোয়েন্স গাউন ছিল। ড্রেসটি ব্যাকলেস হওয়ায় দীপিকার পুরো পিঠ দৃশ্যমান ছিল এবং নেক লাইন অতিরিক্ত দীর্ঘ প্রকৃতির হওয়ায় দীপিকার (Deepika Padukone) বক্ষদেশ ও বক্ষবিভাজিকা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছিল।

আরও পড়ুন  : দুধসাদা শাড়ি পরে প্রকাশ্যে উপস মোমেন্টের শিকার অভিনেত্রী জাহ্নবী কাপুর, ভাইরাল ভিডিও

Deepika Padukone

মাথায় হেয়ার স্টাইল ও মেকআপে দীপিকাকে খুবই সুন্দর লাগছিল দেখতে। তবে এইসব কিছুর মাঝে ওই পোশাক পরিহিত অবস্থায় দীপিকার অস্বস্তিও স্পষ্ট ছিল। সম্ভবত আঁটোসাঁটো ও খোলামেলা পোশাকে দীপিকার শরীরে কোথাও টান পড়েছিল বা অন্য কোনোভাবে দীপিকাকে অস্বস্তি প্রদান করছিল পোশাকটি। ভিডিওটিতে দীপিকাকে বারংবার নিজের পোশাক ঠিক করতে দেখা যাচ্ছিল। সঠিক কারণ অজানা থাকলেও দীপিকার মুখে একপ্রকারের অস্বস্তি স্পষ্টভাবেই দৃশ্যমান ছিল।

দেখুন ভিডিও :

এই ভিডিওটি যদিও নতুন নয়, বেশ পুরোনো। সবাই জানেন যে, দীপিকা ইতিমধ্যে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘এক্সএক্সএক্স রিটার্ন অফ জ‍্যা়‌ন্ডার কেজ’ (Xxx Return of xander cage) সিনেমার হাত ধরে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক করেছেন। এই সিনেমার প্রচারের সময়েই ভারতের এক অনুষ্ঠানে হাজির হলে উল্লিখিত পরিস্থিতির শিকার হন ‘শান্তিপ্রিয়া’ দীপিকা পাড়ুকোন। ভিডিওটি যদিও পুরোনো তবে নতুন করে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল।

Related Articles