×

Deepika Padukone : প্রকাশ্য রাস্তায় ছেঁড়াফাটা পোশাক পরে উপস মোমেন্টের শিকার দীপিকা পাড়ুকোন, ভাইরাল ভিডিও

দীপিকা পাড়ুকোন 'ওম শান্তি ওম' (Om Shanti Om) সিনেমার হাত ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন।

Deepika Padukone : কর্মজীবনে সফলতার শিখরে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দেশে বিদেশে সর্বত্রই তিনি আলোচিত। সর্বগুণসম্পন্না এই অভিনেত্রী অভিনয় ছাড়াও ব্যাডমিন্টনে পারদর্শী ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে হিন্দি বাদেও কন্নড় ও তামিল সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। কিছুদিন আগে তিনি অস্কার ২০২৩-এ প্রেজেন্টার হিসাবে উপস্থিত হয়েছিলেন। ‘শান্তিপ্রিয়া’-এর গ্ল্যামার সারা দুনিয়ার চর্চার বিষয় হয়ে উঠেছিল।

Deepika Padukone :

Deepika Padukone

দীপিকা পাড়ুকোন ( Deepika Padukone) ‘ওম শান্তি ওম’ (Om Shanti Om) সিনেমার হাত ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন। এর আগে যদিও তাঁকে ২০০৬ সালে কন্নড় সিনেমাতেও দেখা গিয়েছিল। প্রণয়ধর্মী সিনেমা থেকে শুরু করে নাট্যধর্মী সিনেমা, হাস্যরসাত্মক সিনেমা থেকে শুরু করে অ্যাকশনধর্মী সিনেমা সর্বক্ষেত্রেই তিনি নিজের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করেছেন। ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের দৌলতে দেশজুড়ে বিশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি।

এখানে দেখুন : খোলামেলা পোশাকে হট পোজ দিতে গিয়ে উপস মোমেন্টের শিকার দীপিকা পাড়ুকোন, ভাইরাল ভিডিও

Deepika Padukone :

Deepika Padukone

সম্প্রতি দীপিকার একটি ভিডিও ভাইরাল (Deepika Viral Video) হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওটিতে তাঁকে কমলা রঙের ডিজাইনার খোলামেলা পোশাকে দেখা যায়। পোশাকের ডিজাইন এমনই ছিল যে, দীপিকার স্কন্ধ আবৃত থাকলেও বক্ষবিভাজিকা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। কানে সোনালি রঙের লম্বা ইয়াররিংস পরিহিত অবস্থায় খোলা চুলে দীপিকাকে হাঁটতে দেখা যায়। পোশাকটি গাউন শেপের ছিল। এটি বেশ দীর্ঘ প্রকৃতির হওয়ায় মাটিতে লুটাচ্ছিল। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তাঁর বডিগার্ডকে এগিয়ে আসতে দেখা যায়। দীপিকা যতক্ষণ চলছিলেন, লম্বা গাউনটির অতিরিক্ত অংশ তাঁর বডিগার্ড বয়ে নিয়ে যাচ্ছিলেন।

Deepika Padukone Viral Video :

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

এই ভিডিওটি মূলত আগের বছরের। ‘গেহরাইয়া’ (Gehraiya) সিনেমার প্রচারকালীন রেকর্ড হওয়া ভিডিওর অংশ। এই সিনেমা ২০২২ সালে ১১ ফেব্রুয়ারি তারিখে মুক্তি পেয়েছিল। সিনেমাটির প্রচারে নেমেছিলেন খোদ নায়িকা দীপিকা ও নায়ক সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhanta Chaturbedi)। সেই সময়ে প্রচারকার্য চলাকালীন এক প্রমোশনাল ইভেন্টের আয়োজন করা হয়েছিল মুম্বাইয়ের পাঁচতারা তাজ ল্যান্ডস হোটেলে। সেই ইভেন্টের বিভিন্ন ফটো ও ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পরে দীপিকার এই ভিডিও ক্লিপটিও তখন ভাইরাল হতে দেখা গেছিল। বছর ঘুরতেই সম্প্রতি ভিডিওটি আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল।

Related Articles