×

সূর্যর কাছে রূপার আসল পরিচয় ফাঁস করল দীপা, জমজমাট ট্যুইস্ট ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে

অপেক্ষার অবসান, সূর্যের কাছে রূপার আসল পরিচয় স্বীকার করল দীপা।

অবশেষে সূর্য জানল রূপার আসল পরিচয়। কারণ, দীপা বাধ্য হয়ে সূর্যের কাছে স্বীকার করে নিল যে রূপা তাঁরই মেয়ে। এমনটা সত্যিই ঘটতে চলেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকের নতুন পর্বে। রূপার মায়ের পরিচয় জেনে সূর্য একদম অবাক হয়ে যায়। এরপরে কী প্রতিক্রিয়া দেয় সূর্য? চলুন সেটাই এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক।

সূর্যের চোখে দীপা রূপার ফুল মা ছিল। সে ভাবতো, রূপা বোধহয় দীপার পাড়ারই অন্য কারোর সন্তান। সোনা ও রূপা একই স্কুলে পড়ায় মাঝে মধ্যেই সূর্যর দেখা হয়ে যেত রূপার সঙ্গে। সোনার পাশাপাশি সে রূপাকেও সন্তানসম ভালোবাসা দিতে শুরু করে। সোনার মতোই রূপাকে স্নেহ দেওয়ার ব্যাপারে একটুও কার্পণ্য করতে দেখা যায়নি সূর্যকে। কিন্তু, আগামী পর্বে এমন ঘটনা ঘটতে চলেছে, যে সূর্যর কাছে রূপার প্রকৃত পরিচয় ফাঁস হয়ে যাবে।

কোনো একদিন সূর্য সোনাকে স্কুলে ছাড়তে গেলে দেখে যে রূপা অসুস্থ হয়ে পড়েছে। দেখা যায় যে, রূপার পেটে ব্যথা শুরু হয়েছে। এই অবস্থায় সূর্য ডাক্তার হিসাবে রূপাকে দেখতে গেলে ঘটনাচক্রে জানতে পারে যে, রূপা দীপার নিজের মেয়ে। অর্থাৎ দীপা রূপার বায়োলজিক্যাল মা। যদিও দীপা সবকিছু জানার পরও কেন রূপাকে ফুল মা বলতে বাধ্য করে? এবং নিজে চুপ থেকে যায়! প্রশ্নগুলো সূর্যের মাথায় ঘুরফের করতে থাকে।

এই ঘটনার জেরে সূর্য প্রচন্ড রেগে যায় এবং প্রতিশোধ নিতে উদ্যত হয়। প্রতিশোধ নিতে সে রূপাকে নিজের বাড়ি নিয়ে যায় এবং জানিয়ে দেয় যে, রূপার আসল বাবা-মা তাঁর বাড়িতে গিয়ে হাজির হলে, তবেই সে রূপাকে ছাড়বে। এই পরিস্থিতিতে রূপা ও দীপা একে অপরকে না পেয়ে মনমরা হয়ে যায়। এই অবস্থায় অবশেষে দীপা সূর্যকে জানাতে বাধ্য হয় যে, রূপা তাঁরই মেয়ে। এই কথা শোনার পরেই সূর্য ক্ষমা করার পরিবর্তে রেগে আগুন হয়ে যায়। ফলস্বরূপ, দুইজনের মধ্যেকার দূরত্ব আরও বেড়ে যায়।

Related Articles