অপেক্ষার অবসান! দীপার সামনে এল আসল সত্যিটা, ভাইরাল ‘অনুরাগের ছোঁয়া’-র নতুন প্রোমো
স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। একের পর এক চমকে জমে উঠেছে এই ধারাবাহিকের গল্প।

স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। একের পর এক চমকে জমে উঠেছে এই ধারাবাহিকের গল্প। পরপর বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থানে থেকে বেঙ্গল টপারের তকমা জিতে নিয়েছে এই ধারাবাহিক। যদিও এখনো পর্যন্ত সেই স্থান ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। সূর্য ও দীপার যমজ কন্যা সন্তান সোনা ও রূপার প্রবেশ ঘটার পরই এই ধারাবাহিকের টিআরপি বেড়েছে চড়চড় করে। আগামী সপ্তাহে আরো জোরদার এপিসোড হতে চলেছে এই ধারাবাহিকের।
সম্প্রতি স্টার জলসা অফিসিয়াল পেজ থেকে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের একটি প্রমো আপলোড করা হয়েছে। এই প্রমো প্রকাশ্যে আসতেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। দর্শকরা অনেকদিন ধরেই চাইছে যে এবায সূর্য ও দীপার মিল দেখানো হোক। এই ধারাবাহিকের গল্পের স্লট সেদিকেই মোর নিচ্ছে। এর আগে দীপা একটু সংবাদমাধ্যমকে জানিয়েছে যে খুব শীঘ্রই দীপা ও সূর্যর মিল দেখানো হবে। দর্শকদের ধারণা আগামী দু এক সপ্তাহের মধ্যে সেরকমটাই হতে চলেছে।
স্টার জলসার অফিশিয়াল পেজ থেকে এই ধারাবাহিকের যে প্রমো আপলোড করা হয়েছে তাতে দেখা যায় দীপা জানতে পারে যে সে জমজ সন্তান জন্ম দিয়েছিল। এরপর দীপা হন্ন হয়ে খুঁজতে থাকে তার আরেক সন্তানকে। দীপা অবশেষে লাবণ্য সেনগুপ্তর কাছে জানতে চায় সোনাই তার আরেক সন্তান কিনা। দীপা লাবণ্য সেনগুপ্তর কাছে জানতে চায়, কিভাবে সোনার গায়ের রং তার মত? সোনা ও রূপার জন্ম তারিখ এক কিভাবে? তাহলে কি সোনাই তার আরেক সন্তান?
লাবণ্য সেনগুপ্ত দীপার থেকে এই প্রশ্ন শুনে হকচকিয়ে যায়। কিন্তু লাবণ্য সেনগুপ্ত কোনো উত্তর দেওয়ার আগেই সেখানে সূর্য প্রবেশ করে এবং জানতে চায় সোনাকে নিয়ে কি কথা হচ্ছিল। এই প্রমো প্রকাশ্যে আসতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। কি হতে চলেছে আগামী এপিসোড গুলিতে? দর্শকদের এত অপেক্ষা কি অবসান ঘটবে শেষমেষ? এক হবে কি সূর্য-দীপা? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় চোখ রাখুন স্টার জলসার পর্দায়।