×

‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তুমুল নাচ দেবশ্রী রায়ের, ভাইরাল ভিডিও

‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে হাজির হয়েছেন ড্যান্সিং কুইন দেবশ্রী রায়।

জী বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে এবার হাজির হলেন ‘কলকাতার রসগোল্লা’ অর্থাৎ ড্যান্সিং কুইন ‘দেবশ্রী রায়’ (Debashree Roy)। গত ১১ই ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার রাত সাড়ে নটায় জি বাংলা চ্যানেলে শুরু হয়েছে এই রিয়্যালিটি শো টি। ইতিমধ্যে একের পর এক চমকে জমে উঠেছে এই শোয়ের প্রতিটি এপিসোড। প্রায় দশ বছর পর আবার প্রধান বিচারকের আসনে বসেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

এছাড়াও এবারে ডান্স বাংলা ডান্স আরো জনপ্রিয় হয়েছে বলি তারকা মৌনি রায় ও ‘পান্তা ভাতের কুন্ডু’ অর্থাৎ দীপান্বিতা কুন্ডুর কারণে। ১০ বছর পর সেই ছোট পান্তা ভাতের কুন্ডু আবার ফিরেছে প্রতিযোগী হয়ে এবং বলি তারকা মৌনি রায় (Mouni Roy) কে এবারের ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা গিয়েছে। সব মিলিয়ে এবারের ডান্স বাংলা ডান্সের সিজন একেবারে চাঁদের হাট। মিঠুন চক্রবর্তী এবং মৌনি রায় ছাড়াও আরো দুজন টলি সুন্দরী কে দেখা গিয়েছে বিচারকের আসনে। তারা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। এছাড়া সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।

রিয়্যালিটি শো মানেই প্রতি সপ্তাহে নতুন নতুন অতিথিদের আগমন। সেই মতো এবার ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে হাজির হয়েছেন ড্যান্সিং কুইন দেবশ্রী রায়। এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। মিঠুন চক্রবর্তীর সাথে জুটি বেঁধে তিনি করেছেন একাধিক হিট সিনেমা। সিনেমার পর্দা থেকে শুরু করে রাজনীতি জীবন, সবকিছু সুন্দরভাবে সমালোচন তিনি। জি বাংলা ধারাবাহিক ‘সর্বজয়া’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দেবশ্রী রায়কে।

এরপর বহুদিন কেটে গিয়েছে আর সেভাবে টিভি পর্দায় দেখা যায়নি দেবশ্রী রায়কে। কিন্তু সম্প্রতি ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেবশ্রী রায়কে পেয়ে খুশি গোটা দর্শক মহল। এদিন মিঠুন চক্রবর্তীর সাথে নাচতে দেখা গিয়েছিল দেবশ্রী রায়কে। তবে শুধু মিঠুন ও দেবশ্রী নয়, তাঁদের সাথে সঞ্চালক ও বিচারক ছিলেন। ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় গান ‛সামি সামি’ গানের সঙ্গে হুক স্টেপে কোমর দোলাতে দেখা গিয়েছে সকলকে। সব মিলিয়ে একটি জমজমাট ধামাকাদার এপিসোডের সাক্ষী থাকতে চলেছেন নেটিজেনরা।

Related Articles