প্রকাশ্য মঞ্চে দেবশ্রী রায়ের সাথে দুর্দান্ত নাচ ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতার, তুমুল ভাইরাল ভিডিও
শোয়ের মঞ্চে হাজির হয়ে অভিনেত্রী দেবশ্রী রায়কে (Debashrree Roy) নৃত্য প্রদর্শন করতে দেখা গেল।

ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ থেকে শুরু হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। এই শোয়ের মঞ্চে প্রায় দশ বছর পরে ফিরে আসতে দেখা গেল মহাগুরু মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। মহাগুরু ফিরে আসতেই যেন ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের মঞ্চের অলংকরণে পূর্ণতা দেখা গিয়েছে। একইসঙ্গে মঞ্চে দেখা গিয়েছে মহাগুরুর প্রিয় ‘পান্তাভাতের কুণ্ডু’ দীপান্বিতাকেও। যার ফলে জমে উঠেছে ‘ডান্স বাংলা ডান্স’-এর নয়া সিজন।
শোটিতে বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), মৌনি রায় (Mouni Roy) প্রমুখরা। এই শোয়ে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। এই শোয়ে প্রত্যেকবার অতিথিরূপে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের আনা হয়। এইবার এই শোয়ে অতিথিরূপে হাজির হয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়।
এই শোয়ের মঞ্চে হাজির হয়ে অভিনেত্রী দেবশ্রী রায়কে (Debashrree Roy) নৃত্য প্রদর্শন করতে দেখা গেল। ‘কলকাতার রসগোল্লা’কে আজও মানুষ ভুলতে পারেনি। তাঁর সেই নাচ এখনও দর্শকদের কাছে সমাদৃত। দেবশ্রীর বর্তমান বয়স প্রায় ৬১ বছর। তাঁর নাচের অঙ্গিভঙ্গি দেখে তা যদিও বুঝতে পারার জো নেই। দীপান্বিতার সঙ্গেই পাল্লা দিয়ে তাঁকেও নাচ করতে দেখা গেল।
ভাইরাল ভিডিও ক্লিপটিতে দীপান্বিতা কুণ্ডু (Dipanwita Kundu) ও অভিনেত্রী দেবশ্রীকে একইসঙ্গে একই মঞ্চে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘বাজলো যে ঘুঙুরু’। এই গানেতেই দীপান্বিতা ও দেবশ্রীকে একসঙ্গে কোমর দোলাতে দেখা যায়। একইমঞ্চে দেবশ্রী ও দীপান্বিতাকে দেখে দর্শক সহ বিচারকের মধ্যে উচ্ছাসের কমতি ছিল না। মহাগুরু মিঠুন সহ অন্যান্যদের দুইজনের এই নাচ বেশ উপভোগ করতে দেখা যায়।